লক্ষ্মীপুর জেলা উন্নয়ন বাস্তবায়ন পরিষদের মতবিনিময় সভা অনুস্ঠিত

449

মিরর বাংলাদেশ :

লক্ষ্মীপুর জেলা উন্নয়ন বাস্তবায়ন পরিষদ কর্তৃক আয়োজিত “উন্নয়নের অগ্রযাত্রায় লক্ষ্মীপুর” শীর্ষক মতবিনিময় সভা  শনিবার রাজধানীর ধানমন্ডি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলাল উদ্দিন। লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু,সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, নির্মাণ শিল্পের অন্যতম উদ্যোক্তা এবং জেমস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর শাহাদাত হোসেন,

ভুলুয়া ট্যানারীর ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আউয়াল,মিনিকিন লিমিটেড এর চেয়ারম্যান মাকসুদুর রহমান স্বপন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুজ জাহের সাজু,জেলা জাতীয় পার্টির সভাপতি এবং লক্ষ্মীপুর চেম্বার অফ কমার্সের সভাপতি এম আর মাসুদ, জেএসডির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট বেলায়েত হোসেন বেলাল, বিশিষ্ট শিল্পপতি আব্দুল কাদের।

 


এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন, নগর পরিকল্পনাবীদ ইঞ্জিনিয়ার ফজলে রেজা সুমন, এবি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মহররম হোসাইন হিরন,কালের কন্ঠের জেনারেল ম্যানেজার হারুনুর রশিদ,লাখো কন্ঠের সম্পাদক ফরিদ আহমেদ বাঙালি, কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোক্তার হোসেন কামাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির লক্ষ্মীপুর জেলার শামছুদ্দীন বাবুল,
লক্ষ্মীপুর জেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব ও জেলা উন্নয়ন বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহবায়ক জাকির হোসেন ভূইয়া আজাদ, পরিষদের সদস্য সচিব ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল,লক্ষীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পিপি এ্যাড. জসিম উদ্দিন, বাহার চৌধূরী, রেজাউল করিম চৌধুরী মুরাদ,কামরুল ইসলাম চৌধুরী বাবু,জহিরুল ইসলাম, আদাবর থানা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শহীদুল্লাহ ,বিশিষ্ট ব্যবসায়ী মোরশেদ আলম,
আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম, মোশাররফ হোসেন পাটোয়ারী, ইসমাইল মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা উন্নয়ন বাস্তবায়ন পরিষদের আহবায়ক ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সভাপতি হেদায়েত হোসেন।
সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে অন্যান্য জেলার তুলনায় উন্নয়নের ক্ষেত্রে লক্ষ্মীপুর জেলার পিছিয়ে থাকার তুলনা মূলক চিত্র তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তারা লক্ষ্মীপুর জেলার স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের প্রতি গুরুত্ব দেন এবং সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের সাথে তাল মিলিয়ে লক্ষ্মীপুর জেলাকে এগিয়ে নিতে জেলার বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও শীর্ষ স্থানীয় সরকারি কর্মকর্তাদের মধ্যে সমন্বয়ের প্রতি গুরুত্বারোপ করেন।