মিরর বাংলাদেশ : আওয়ামী লীগের সভাপতি পদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্র্নিবাচিত হয়েছেন। ১৯৮১ সালের ১৩তম সম্মেলনের মাধ্যমে সভাপতি পদে আসা শেখ হাসিনা দশমবারের মতো দলটির নেতৃত্ব দেবেন। ২০১৬ সালের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে আসা বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বে থাকা ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন।
শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি পদে প্রস্তাবনা আহ্বান করেন। তখন কাউন্সিলররা শেখ হাসিনার নাম সমস্বরে বলেন। পরে মঞ্চে উঠে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। দিনাজপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মুস্তাফিজুর রহমান এ প্রস্তাবে সমর্থন জানান। পরে কমিশন এ প্রস্তাব ভোটে দেন। বিকল্প কোনো প্রস্তাব না থাকায় শেখ হাসিনা সভাপতি হিসেবে নির্বাচিত হন।
এরপর প্রধান নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব চান। এসময় নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করেন। ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ সমর্থন করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
এরপর নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন সভাপতি ও সাধারণ সম্পাদককে মঞ্চে আসতে আহ্বান জানান। তার আহ্বানে সাড়া দিয়ে মঞ্চে গিয়ে আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ফের দায়িত্ব বুঝে নেন যথাক্রমে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। পরে বাকিদের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা। এর আগে সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া প্রথম অধিবেশন শেষ হয় দুপুর সোয়া ১টায়। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে প্রথম অধিবেশন শেষ হয়।
আওয়ামী লীগের কমিটিতে আরও যারা স্থান পেয়েছেন :
সভাপতিমÐলীর সদস্য: বেগম মতিয়া চৌধুরী এমপি ,শেখ ফজলুল করিম সেলিম এমপি,কাজী জাফর উল্লাহ
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ এমপি, ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি, মোস্তফা জালাল মহিউদ্দিন,শাজাহান খান এমপি,জাহাঙ্গীর কবির নানক,আব্দুর রহমান,এএইচএম খায়রুজ্জামান লিটন,মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম,অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, সিমিন হোসেন রিমি
যুগ্ম-সাধারণ সম্পাদক: মাহবুবউল আলম হানিফ এমপি,ডা. দীপু মনি এমপি,ড. হাছান মাহমুদ এমপি,আ ফ ম বাহাউদ্দিন নাছিম
কোষাধ্যক্ষ: এইচ এন আশিকুর রহমান এমপি
সম্পাদকমÐলী: অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক,ড. শাম্মী আহমেদ আইন বিষয়ক সম্পাদক,অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু,কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক,ফরিদুন্নাহার লাইলী,তথ্য ও গবেষণা সম্পাদক:ড. সেলিম মাহমুদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক:আমিনুল ইসলাম,দপ্তর সম্পাদক:ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ধর্ম বিষয়ক সম্পাদক:অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা,প্রচার ও প্রকাশনা সম্পাদক:ড. আবদুস সোবহান গোলাপ এমপি,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: দেলোয়ার হোসেন,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর,মহিলা বিষয়ক সম্পাদকজাহানারা বেগম,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক: শামসুন নাহার চাঁপা,শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক:মো. সিদ্দিকুর রহমান,সংস্কৃতি বিষয়ক সম্পাদক: অসীম কুমার উকিল এমপি,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক: ডা. রোকেয়া সুলতানা,সাংগঠনিক সম্পাদক: আহমদ হোসেন,বিএম মোজাম্মেল হক,আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি,এস এম কামাল হোসেন,মির্জা আজম এমপি,অ্যাডভোকেট আফজাল হোসেন,শফিউল আলম চৌধুরী নাদেল,সুজিত রায় নন্দী, উপ-দপ্তর সম্পাদক:সায়েম খান,সদস্য: সদস্যদের নির্বাচিত করতে প্রেসিডিয়াম সভায় নির্বাচনের আয়োজন করা হবে।