সদস্যদের ব্যক্তিগত মোটরসাইকেল ও গাড়ির স্টিকার দিচ্ছে ডিআরইউ

318

মিরর বাংলাদেশ :

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সম্মানিত সদস্যদের ব্যক্তিগত গাড়িতে (মোটরসাইকেল ও প্রাইভেটকার) ব্যবহার করার জন্য বিনামূল্যে স্টিকার দেয়ার ব্যবস্থা করেছে বর্তমান কার্যনির্বাহী কমিটি।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডিআরইউর প্রচার ও প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন সুমন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়

স্টিকারের সুষ্ঠু তদারকি, সঠিক ব্যবহার ও রেকর্ড সংরক্ষণের জন্য গাড়ির কাগজপত্রের ফটোকপি জমা দিয়ে আগামী ৩ (তিন) দিনের মধ্যে ডিআরইউ কার্যালয় থেকে স্টিকার সংগ্রহ করার অনুরোধ করেছেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

ডিআরইউ’র নতুন এই আয়োজনে সদস্যদের সহযোগিতা কামনা  করে ডিআরইউ কার্যনির্বাহী কমিটি।