সাংবাদিক আজিজুল হাকিমের মায়ের ইন্তেকালে

350

মিরর বাংলাদেশ :

বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স এসোসিয়েশনের (বিএমআরএ) সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক নেতা আজিজুল হাকিমের মা ইন্তেকাল কবরেছেন। “ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন”।

মঙ্গলবার রাত সোয়া ১টায় মিরপুর অলোক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি সাত ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।  বুধবার (২৩ ফেব্রুয়ারী) বাদ জোহর জানাযা শেষে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সরকারপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মৃতের মরদেহ দাফন করা হবে।

আজিজুল হাকিমের মায়ের ইন্তেকালে বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন বাবু ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ।করেছেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।