সাংবাদিক আয়েশা জান্নাতকে প্রাণনাশের হুমকি

557

ছবি: সাংবাদিক আয়েশা জান্নাত

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলে সরকারি খাস জমি দখল ও দূর্নীতির নিয়ে প্রতিবেদন করায় এস এস টিভির সাংবাদিক  আয়েশা জান্নাতকে প্রকাশে হুমকি দিচ্ছে আমেরিকার প্রবাসী ফেরত মাসুদ ও তার মা জাহানারা তাহের । এ বিষয় আজ শনিবার  সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে যার নং ৩৫২৭

অভিযোগের সূত্রধরে জানা গেছে শুক্রবার  সকালে সিদ্ধিরগঞ্জ পুল সংলগ্ন আইডিয়াল স্কুল দেখতে যাওয়ার সময় সাংবাদিক আয়েশা জান্নাতের পথ রোধ করে প্রবাসি ফেরত মাসুদ, তার মা জাহানারা তাহের, তার ভাই মনির ও তার খালাতো ভাই রাসেল বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালিসহ মেরে ফেলার হুমকি দেয় এবং পরিবারের সদস্যদের পিছনে সন্ত্রাস লেলিয়ে দিবে । এমনকি সাংবাদিক আয়েশা জান্নাতের বাবার কাছে ফোন দিয়ে বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করে এবং পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দেয়।