মিরর বাংলাদেশ : ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) কল্যাণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকীর বাবা স্বনামধন্য শিক্ষক, সমাজসেবক মাস্টার আবু বকর ছিদ্দিক (আবু বকর স্যার) আর নেই।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮ টা ১০ মিনিটে তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাদ আসর চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মন্তলা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গত ১৭ জুলাই ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। তারপর থেকে উনার অবস্থা সংকটাপন্ন ছিলো।
সাংবাদিক ওয়াসিম সিদ্দিকীর বাবার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।
শোক বার্তায় ডিআরইউ সভাপতি ও সাধারণ সম্পাদক ওয়াসিম সিদ্দিকীর পিতা মাস্টার আবু বকর ছিদ্দিক-এর মৃত্যুতে শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।