সাংবাদিক নেতা জিহাদের পিতা মোহাম্মদ আলী সরদারের ২য় মৃত্যু বার্ষিকী আজ

343

মিরর বাংলাদেশ :

ঢাকা সাংবাদিক ইউনিয়ন’র (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার  জিহাদুর রহমান জিহাদের পিতা অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদারের ২য় মৃত্যুবার্ষিকী আজ।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মোচনায় তিনি ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না এলাইহি রাজিউন।

মিরর বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে মরহুম মোহাম্মদ আলী সরদারের রুহের মাগফেরাত কামনা করা হয়।আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন তা কামনা করা হয়।

এদিকে বাবার মৃত্যুবার্ষিকীতে ফেসবুকে আবেগঘন ষ্ট্যাটাস দিয়েছেন সাংবাদিক নেতা জিহাদুর রহমান।

নিচে তা হুবহু তুলে ধরা হয়েছে :

আমার বাবা অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সরদারের আজ ২য় মৃত্যুবার্ষিকী।

বাবা মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে যান।

বাবার দেওয়া ভালোবাসা, ভাললাগা, আদর ও স্নেহ আজও আমার স্মৃতিতে সতেজ হয়ে ঘুরে। এখন বাবাকে আমার খুব প্রয়োজন ছিলো, বাবার সাথে আমার অনেক কথা বলার ছিল। জমানো সেই অব্যক্ত কথাগুলো আজও কারো সাথে ভাগাবাগি করতে পারিনি, শুধু জমিয়ে রাখছি।

যাদের বাবা আছে তারা হয়তো জানেনা, বাবা নামক বটবৃক্ষের ছায়াটা কত বিশাল গুরুত্বপূর্ণ সন্তানের জন্য । বাবাহীন পৃথিবীটা বেশ শূন্য যাদের বাবা নেই তারাই কেবল বুঝে বাবার অনুপস্থিতিটা কত কষ্টকর।

আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, মহান আল্লাহ যেন বাবাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন।