সাংবাদিক হাসান উল রাকিবের বাবা আর নেই

231

মিরর বাংলাদেশ : বেসরকারী টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য হাসান উল রাকিবের বাবা আব্দুল  হালিম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়াইন্না এলাইহি রাজিউন। হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার সন্ধায় তিনি ইন্তিকাল  করেন।

মিরর বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে আব্দুল  হালিমের মৃত্যুতে  গভীর শোক  এবং পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়  ।

বুধবার  সকাল দশটায় দেওভোগ শুকুর আলী মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে ।

বিস্তারিত আসছে …………………………..