সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুত্রের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে মা

261

মিরর বাংলাদেশ : সাজাপ্রাপ্ত পলাতক আসামি পুত্রের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন বৃদ্বা বাদিনি মা মোসাম্মত কমরের নেহার (৮৫) আদালত কৃর্তিক সাজাপ্রাপ্ত হলেও গ্রেফতার না হওয়ার সুযোগে নানা ভাবে বাদিনি মাকে ভয়ভিতি দেখাচ্ছে, পুত্র একরামুল আহ্সান কাঞ্চন (৫৫)। জানাযায়, একরামুল আহসান কাঞ্চন ২০০৯ সালে অন্য এক নারীকে মা বানিয়ে মায়ের নামে থাকা নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত ১২৭ শতাংশ জমি জালিয়াতি করে নিজের নামে লিখে নেয়। এ ঘটনায় মা কমরের নেহার বাদী হয়ে নারায়ণগঞ্জ আদালতে ২০১০ সালে একটি মামলা দায়ের করেন।

দীর্ঘ ১৩ বছর বিচার কার্য চলার পর জালিয়াতি প্রামানিত হওয়ায় গত ১৮ মে ২০২৩ তারিখে নারায়ণগঞ্জের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ বদিউজ্জামান একরামুল আহসান কাঞ্চন ও তার ৫ সহযোগী কে ৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। মামলা রায়ের পর পালাতক দন্ডাদেশ প্রাপ্ত আসামি কাঞ্চনসহ তার ৫সহযোগি মাকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করে চলেছে। মামলা না তুলে নিলে ছেলেরা মাকে হত্যা করতে পারে বলে নিরাপত্তাহীনতায় ভুগছেন অসহায় মা। অসহায় মাকে দ্রুত নিরাপত্বার ব্যবস্থা করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন অসহায় মা মোসাঃ কমরের নেহার। আমারা প্রত্যেক মায়ের নিরাপত্তা নিশ্চিতে সরকারের কঠর পদক্ষেপ দেখতে চাই।