সিদ্ধিরগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে সাবেক কাউন্সিলরের ২ পুত্রের বিরুদ্ধে মামলা

511

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার বিকেলে ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন তরিকুল ইসলাম পলাশ (১৮) ও জাহিদুল ইসলাম জাহিদ (২৬)।

অভিযুক্তরা নাসিক সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের ছেলে। সিরাজুল ইসলাম মন্ডল নারায়ণগঞ্জ জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি পরিচয় দিয়ে থাকেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুলাই অভিযুক্ত পলাশ বিয়ের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীকে নিজ বাড়িতে ধর্ষণ করে। আর অভিযুক্ত জাহিদ বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে। এক পর্যায়ে মামলা না করতে ভুক্তভোগী ও তার মাকে সে হুমকি দেয়।

মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শওকত জামিল বলেন, ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
তবে সাবেক কাউন্সিল সিরাজমন্ডল শনিবার রাত ১০টার দিকে  জানান,ধর্ষনের অভিযোগ সত্য নয়।ঐ কিশোরীর সাথে
আমার ছেলের বিয়ের কাবিন রয়েছে। আমাকে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার জন্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।