নারায়ণগঞ্জ সংবাদদাতা :
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৯ সদস্যকে আটক করেছে র্যাব-১১।
শনিবার দুপুরে র্যাব-১১’র লে: কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য জানান।
আটকৃতরা হলেন, মো. ফয়সাল হোসেন (২৮), মো. আলমগীর হোসেন সজিব (২৩), মো. তানভীর হোসেন রাশেদ (৩২), মো. ওমর আজিজ (১৮), মো. ইয়াকুব আলী (২১), মো. রাকিব হোসেন (১৯), মো. মেহেদী হাসান (২৩), রিদোয়ান হোসেন (২৪) ও মো. কামরুজ্জামান সাগর (২৪)।
র্যাব জানায় , র্সিদ্ধিরগঞ্জের পাইনাদী পশ্চিমপাড়া সাকিনস্থ ধনু হাজ্জী রোড সংলগ্ন মোঃ মনির হোসেন এর নির্মানাধীন ১০ তলা বিল্ডিংয়ের ভিতর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।
তারা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় মো. মনির হোসেনের নির্মানাধীন ১০তলা বিল্ডিংয়ের ভেতর ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।