সিদ্ধিরগঞ্জে ডিএনডির লেক থেকে যুবকের লাশ উদ্ধার

405
Oplus_131072

মিরর বাংলাদেশ :নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. মহাসিন (৩৯) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার ভোর ৬ টায় সিআাই খোলা মোড় ডিএনডি লেক থেকে মরদেহ উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

ডিএনডি লেকে থেকে দুর্গন্ধ ছড়ালে  আশপাশের মানুষ পুলিশকে খবর দেয়। পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানার এস আই মোকলেছ এসে মরদেহ উদ্ধার করে এবং পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স দেখে পরিচয় সনাক্ত করেন।
মৃত ব্যক্তি সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার ৫ নম্বর রোডের  ভাঙ্গারি ব্যবসায়ী মুজিবুর রহমানের ছেলে। মৃত মহাসিনের বড় ভাইয়ের স্ত্রী বলেন, তার  সঙ্গে সর্বশেষ চার দিন আগে কথা হয়েছিল ।
বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বলেন,খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে নিয়ে এসেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।