সিদ্ধিরগঞ্জে দুর্ধর্ষ ছিনতাইকারী ২১ মামলার আসামী নাদিরা সহযোগীসহ গ্রেফতার

400

মিরর বাংলাদেশ :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দুর্ধর্ষ ছিনতাইকারী নাদিরাকে অবশেষে পুলিশ গ্রেফতার করেছে। নাদিরা ওরফে নাদিরার বিরুদ্ধে ২১টি মামলা ও ৫টি মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোরে  রায়েরবাগ থেকে নাদিরা ও তার সহযোগী রোকন আলীকে গ্রেফতার করে।

পুলিশ জানায়,সিদ্ধিরগঞ্জ থানার ৩ নং ওয়ার্ডের সানারপাড়- নিমাইকাসারী এলাকার কুখ্যাত দুস্য ও ছিনতাইকারী নাদির @ নাদিরা (৩৬), পিতা-সাহাব উদ্দিন, মাতা-রাজিয়া বেগম, সাং- মধ্য সানারপাড়, থানা-সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ। ও তার সহযোগী  মোঃ রোকন আলী (২৭), পিতা- মোঃ হক আলী, মাতা- রোকেয়া বেগম, সাং নূরের টেক, থানা- আড়াইহাজার, নারায়ণগঞ্জ। ভোররাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই সানোয়ার হোসেন, এসআই নূর আলম ও এসআইএসআই রিপন খন্দকার সঙ্গীয় ফোর্স সহ কুখ্যাত ছিনতাইকারী নাদির ওরফেবনাদিরাকে গ্রেফতারের জন্য সানারপাড় নিমাইকাসারী এলাকায় অভিযান পরিচালনা করেন। পরে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে উক্ত আসামী ঢাকার রায়েরবাগ এলাকায় গা ঢাকা দিয়ে পলাতক রয়েছে। পরবর্তীতে উক্ত তথ্যের ভিত্তিতে ভোর ৪টা ২০ মিনিটে  ঢাকার রায়েরবাগ এলাকায় অভিযান পরিচালনা করিয়া তার সহযোগী আসামী সহ নাদিরাকে গ্রফতার করতে সক্ষম হন।

পুলিশ জানায়,গ্রেফতারকৃত আসামী নাদির ওরফে  নাদিরার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা সহ অন্যান্য থানায় ২১ টা দস্যুতা, ছিনতাই,ডাকাতি, মাদক, অস্ত্র মামলা রয়েছে। ইহা ছাড়াও সিদ্ধিরগঞ্জ তার বিরুদ্ধে ৫ টি গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে ।