সিদ্ধিরগঞ্জে ফুটপাতের ৮শতাধিক দোকান উচ্ছেদ

514

রিপন মাহমুদ আকাশ, সিদ্ধিরগঞ্জ  :

সিদ্ধিরগঞ্জের শিমরাইল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাতের আট শতাধিক দোকানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

রোববার (২০ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত ও উপসহকারী প্রকৌশলী নূরে আলমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফুটপাত, মার্কেটের সামনে অবৈধ দোকানগুলোর কারণে এসব অবৈধ স্থাপনার কারণে পরিবহন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল বিধায় আট শতাধিক কাঁচা-পাকা দোকানে আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। আমাদের এই অভিযান চলমান থাকবে।