সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতা ফারুকের উদ্যেগে জাতীয় শোক দিবস পালিত

477
রিপন মাহমুদ আকাশ.  নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা ফারুকের উদ্যেগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জের নাসিক ১ নং ওয়ার্ডের মিজমিজি পাইনাদী এলাকায় যুবলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ নেতা ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, থানা আঞ্চলিক শ্রমিক লীগের সভাপতি আব্দুস সামাদ বেপারী, সাবেক এক নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম মেম্বার, থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বাদল মেম্বার, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন নাজু, যুবলীগ নেতা হুমায়ুন কবির, থানা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা আবু ইউসুফ, যুবলীগ নেতা আরাফাত রহমান বাবু, যুবলীগ নেতা মিলন প্রমুখ।