মিরর বাংলাদেশ :
সাংবাদিক অঙ্গনের পরিচিত মুখ সিনিয়র সাংবাদিক সৈয়দ আখতার সিরাজীর ৬৪তম জন্মদিন আজ। ১৯৬২ সালের এ দিনে কুমিল্লার মুরাদনগরের এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহন করেন।
সৈয়দ আখতার সিরাজী পেশাদার সাংবাদিকের বৃহৎ সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য। এছাড়া তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ক্রীড়া সাংবাদিকদের মর্যাদাপুর্ণ সংগঠন বিএসপিএ’র স্থায়ী সদস্য।
সৈয়দ আখতার সিরাজী দৈনিক ভোরের দপর্ন পত্রিকার সিনিয়র সম্পাদনা সহকারী হিসেবে কর্মরত। এর আগে তিনি সাবেক কালবেলার সিনিয়র ক্রীড়া সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দৈনিক সংগ্রামে কাজ করেছেন তিনি।
জন্মদিনে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন,৩১ জুলাই, আমার ৬৪তম জন্মদিন।১৯৬২ সালের এই দিনে আমি পৃথিবীর আলো দেখি। জীবনের এই গুরুত্বপূর্ণ দিনে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করছি। মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা, তিনি যেন আমাকে সাংবাদিক ভাই-বোনদের কল্যাণে আরও কাজ করার তাওফিক দান করেন।
মিরর বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক সৈয়দ আখতার সিরাজকে জন্মদিনের শুভেচ্ছা ও তার দীর্ঘায়ু কামনা করা হয়।