সিনিয়র সাংবাদিক জাহিদুজ্জামান ফারুক আর নেই।

580

মিরর বাংলাদেশ :

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য, ডিআরইউর সিনিয়র সদস্য, দেশবরেণ্য প্রবীণ সাংবাদিক  জাহিদুজ্জামান ফারুক আর নেই। ইন্না
লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায়

বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মিরর বাংলাদেশ পরিবার গভীর শোকাহত। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

বাদআসর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে তাঁর নামাজে জানাজা শেষে মরদেহে শ্রদ্ধা জানানো হবে।