সিলেটে তিন হাজার পরিবারের জন্য খাদ্য সামগ্রী ও দুটি বোট পাঠালেন অয়ন ওসমান

252

মিরর বাংলাদেশ :  সিলেটের ভানবাসি মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান। বন্যা দুর্গত বানভাসি মানুষের চলাচলের জন্য দুই’টি বোট এবং ৩ হাজার পরিবারের মাঝে জরুরী ত্রান সহায়তা দিয়েছেন তিনি। ত্রান সামগ্রী এর মধ্যে আছে তেল, লবণ, চিনি,চিড়া,মোমবাতি দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে দুটি ট্রকা ভতি খাবার সিলেট সেনানিবাসের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ থেকে রওন দেয়।

এই সময় অয়ন ওসমান  বলেন, মানুষের পাঁশে দাড়ানোর উত্তম সময় এটি। বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য যা যা করা দরকার তা করার জন্য প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন তার নির্দেশনা অনুযায়ী আমি আমার ব্যাক্তিগত তহবিল থেকে দুই’টি বোট এবং ৩ হাজার পরিবারের মাঝে ত্রান সামগ্রী সহয়তা দিয়েছি, আপনারা যারা বিত্তবান আছেন সবাই মিলে সিলেটের পাশে থাকুন। তিনি আরও বলেন, মানুষকে সেবার মাধ্যমেই আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ বলেছেন, তোমরা আমাকে খুশী করতে চাইলে আমার বান্দাকে খুশী কর। সিলেটে সমস্যা আমরা সবাই দেখতে পাচ্ছি। আসুন সবাই সিলেটবাসীর জন্য মানবিক সহায়তার হাত বাড়াই।