সোনারগায়ে পানিবন্দি মানুষের মাঝে সাবেক এমপির খাদ্যসামগ্রী বিতরণ

482

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জেরসোনারগাঁয়ের সাদীপুর ইউনিয়নের পানিবন্দী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার।

শুক্রবার সকালে সাদীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের উদ্যোগে খিদিরপুর, ভারগাঁও, চৌধুরীপাড়া ও সরকারপাড়া এলাকার পানিবন্দী অসহায় মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাংগঠনিক সম্পাদক হাজী কামাল হোসেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দীন সাবু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রবিন ও কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি হাজী আব্দুল মান্নান প্রমূখ।