স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রিয় নেতা মশুর নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

124

মিরর বাংলাদেশ : স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় ও মহানগর (দক্ষিন)শাখার সাবেক নেতাকর্মীদের উদ্যোগে শুক্রবার বেলা ১১ টায় নয়া পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে নির্বাচন, তারেক রহমানের দেশে ফিরে আসা এবং স্বেচ্ছাসেবক দলের কমিটি পুনর্গঠনের উদ্দেশ্যে সংক্ষিপ্ত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সমবায় সম্পাদক এস এম মোশারেফ হোসেন মূশু, সাবেক সদস্য ওমর ফারুক, মহানগর দক্ষিণের সাবেক ছাত্রনেতা তৌফিক আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ সোহেল,দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, সাবেক সহ সাংগঠনিক নোমান হোসেন ফিরোজ, স্বেচ্ছাসেবক দলের নেতা জুলফিকার আলী ভূট্টু সহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে ।আমরা স্ব স্ব উদ্যোগে স্বেচ্ছায় সম্মিলিতভাবে এবং ব্যক্তি পর্যায়ে এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকব এবং প্রতিবাদ প্রতিরোধ করব। তারা আরো বলেন আমরা মাঠে থাকা সত্ত্বেও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আমাদেরকে কমিটির বাইরে রেখেছে আমরা দলীয় হাইকমান্ডের কাছে অনুরোধ রাখবো এবং দাবি জানাই! আমাদেরকে সাংগঠনিক পদ নিয়ে কাজ করার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। দলীয় নীতি নির্ধারক যাতে এসব বিষয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতি নজর দেন এই আহব্বানও জানান। পরিশেষে সবাইকে নির্বাচন পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ