২৫ হাজার শীতার্ত মানুষের পাশে কামরুল হাসান রিপন

536

মিরর বাংলাদেশ  : শীত মৌসুমের শুরু থেকেই অসহায় মেহনতি এবং সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন কামরুল হাসান রিপন। ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা, ওয়ার্ডে বিশেষ করে তার নিজ এলাকা ঢাকা-০৫ আসনের বিভিন্ন স্হানে শীতবস্ত্র কম্বল ও জ্যাকেট বিতরণ করেন তিনি।

এই সময়ে প্রায় ২৫ হাজার হতদরিদ্র, ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। শীতের শুরু থেকে যাত্রাবাড়ী থানার দোলাইপার, মতিঝিল, বংশাল, ডেমরা, এবং ৬০ নং ওয়ার্ডের রায়েরবাগ, ৬১ নং ওয়ার্ডের দনিয়াসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেন তিনি। ধারাবাহিকভাবে শীতবস্ত্র বিতরণের এই কর্মসূচী পালন করে যাবেন বলেও ঘোষণা দিয়েছেন মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের এই শীর্ষ নেতা।

এ প্রসঙ্গে কামরুল হাসান রিপন বলেন, ‘দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দিন-রাত কাজ করে চলেছেন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা করোনা ও শীত মৌসুমে আমরা প্রতিটি নেতা-কর্মীই যেন অসহায়-মেহনতি মানুষের পাশে দাঁড়াই। সেই লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হতদরিদ্র, সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চলেছি এবং তা পুরো শীত মৌসুম জুড়েই অব্যাহত থাকবে।’