ছবি :হতাহতদের জন্য অন্যান্য মসজিদে দোয়া
মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ :
৮৯ সালে নির্মাণ হয়েছিল ফতুল্লার তল্লা বায়তুস সালাত জামে মসজিদ। তখন টিনের ঘর দিয়ে তৈরী হয় মসজিদটি। সেখানে প্রথমে জুমার নামাজ আদায় হতো না। পাশ্ববর্তী তল্লা বড় মসজিদেই এলাকার লোকজন জুমার নামাজ আদায় করেতো । প্রায় ৫ বছর পর বায়তুস সালাত জামে মসজিদের প্রতি শুক্রবার আদায় হতো জুমার নামাজ। সেই থেকে প্রতি সপ্তাহে জুমার নামাজ আদায় করে স্থানীয় মুসল্লিরা। গত শুক্রবারও (৫ সেপ্টেম্বর)জুমার নামাজ হয়েছিল সেই মসজিদে। কিন্তু ঐ রাতেই এশার নামাজের পর ঘটে বিস্ফোরন।
প্রায় ২৬ বছর পর আজ শুক্রবার বায়তুস সালাত জামে মসজিদে আদায় হয়নি জুমার নামাজ। এনিয়ে স্থানীয় মুসল্লিদের মধ্যে দেখা দেয় আবেগী কান্না। মুসলীদের অনেকে ঐ মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় চোখে পানি ও চোখে মুখে শোকের ছাপ লক্ষ্য করা যায়।
তবে বিষ্ফোরনের ঘটনায় নারায়ণগঞ্জের বিভিন্ন মসজিদে আয়োজন করা হয় বিশেষ দোয়া ও মোনাজাত। সেখানে নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। এবং আহতদের দ্রæত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়। শতশত মুসল্লি এই জামাতগুলোতে অংশ নেন ।
সবচেেয় বড় জামাত অনুষ্ঠতি হয় পাশ^বর্তী তল্লা বড় মসজিদে । সখোনে নামাজে ইমামতি এবং দোয়া পরচিালনা করনে মাওলানা মুফতি ওমর ফারুক। হতাহত দের পাশাপাশি তাদের স্বজনরা যাতে এই শোক কাটেিয় উঠতে পারনে তার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করা হয়। এ সময় মুসল্লীরা অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। । নামাজ শেেষ হতাহত পরবিারকে সহায়তা বাবদ মুসল্লরিা তাদের সার্মথ্য অনুযায়ী নগদ টাকাও প্রদান করেন।
এছাড়া জেলার বিভিন্ন এলাকার মসজিদে দোয়া এবং মিলাদ মাহফলিরে আয়োজন করা হয়। তবে ভয় এবং আতংকের কারনে অধকিাংশ মসজিদেই এখন এসি চালানো বন্ধ রাখা হচ্ছে ।
দূর্র্ঘটনা কবলতি বাইতুস সালাত জামে মসজেিদ গত ৬ দিন নামাজ ও আজান বন্ধ থাকায় ওই এলাকার মুসল্লরিা অন্য এলাকার বভিন্নি মসজিদে গিয়ে জুম্মার নামাজে আদায় করনে। বাসা থেকে মসজিদ দূরত্ব অনেকে দুরত্ব হওয়ার পরও অনেকে পায়ে হেটে গিয়ে অন্য মসজিদে জুমার নামাজ আদায় করেন।
ঘটনার পর থেকে তল্লা এলাকাবাসীর মধ্যে আতংক বিরাজ করছে । প্রয়োজন ছাড়া মানুষকে ঘর থেকে বাইরে বের হতে দখো যাচ্ছে না। যার কারণে রাস্তাঘাট মহল্লাগুলো অনেকটাই জনশূন্য হয়ে গেছে। তবে বিভিন্ন পাড়া মহল্লায় অলিতে গলিতে নিহতদের স্মরণে শোক ব্যানার টানেিয় শোক পালন করছেন এলাকাবাসী।
এদিকে তল্লা বাইতুস সালাত জামে মসজিদে অগ্নিকান্ডে নিহতদের রুহের মাগফেরাত ও চিকিৎসাধীনদের আশু রোগমুক্তির জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ও টিম খোরশেদের টিম লিডার মাকসুদুল আলম খন্দকার খোরশেদের আহবানে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।