২৮ জানুয়ারির মধ্যে এইচ এস সি ও সমমানের ফলাফল

472

মিরর বাংলাদেশ  :

চলতি মাসে ২৮ তারিখের  মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খোন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিপরিষদ সচিব বলেন,

ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী পরীক্ষার মাধ্যমে ফলাফল প্রকাশ করতে হয়। বর্তমান প্রেক্ষাপটে এই আইনটি সংশোধন করা জরুরি। এজন্য অর্ডন্যান্স জারি করতে হবে। কিন্তু যেহেতু সংসদ অধিবেশন ডাকা হয়েছে, কয়েকদিনের মধ্যেই (১৮ জানুয়ারি)
অধিবেশন শুরু হচ্ছে। তাই প্রথম অধিবেশনেই সরাসরি ভ্যাটিংসহ অনুমোদনের জন্য পাঠানোর জন্য অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সংসদে অনুমোদনের ২-৩দিনের মধ্যে আইন করে ২৮ জানুয়ারি মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে আনোয়ারুল ইসলাম এসব তথ্য জানান।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনলাইনে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।