৫ কবির কবিতায় বিমোহিত শ্রোতা

236
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর সাহিত্য অনুষ্ঠানে অতিথিবৃন্দ

* লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর সাহিত্য অনুষ্ঠান

মিরর বাংলাদেশ : লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ এর আয়োজনে ৫ জন কবির কবিতা নিয়ে সাহিত্য অনুষ্ঠান শনিবার (২২ জুন) বিকেলে লক্ষ্মীপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সাহিত্য সংসদ এর সভাপতি ডা মো সালাহউদ্দিন শরীফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ এর অধ্যক্ষ মো. নুরুল আমিন। স্বাগত বক্তব্য দেন এবং ‘ কবিতার প্রকরণ ও বিকিরণ’ শীর্ষক প্রবন্ধিকা উপস্থাপন করেন সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন নোয়াখালী সরকারি কলেজ এর বাংলা বিভাগ এর সহযোগী অধ্যাপক রাকিবুল আহছান।আলোচক ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজ এর ইংরেজি বিভাগ এর সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন ভুঁইয়া। শুভেচ্ছা বক্তব্য দেন সাহিত্য সংসদ এর সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট সংগীত শিল্পী মাহবুবুল বাসার এবং কাজী ফারুকী স্কুল এর প্রধান শিক্ষক সাইফুল ইসলাম।
কবিতা উপস্থাপন করেন কবি মোরশেদ আলম হাওলাদার, কবি ফখরুল ইসলাম আনোয়ার, কবি হাসিনা আক্তার, কবি আনিস আহমেদ ও কবি আসাদুল ইসলাম শ্রাবণ।
কবিদের কবিতা থেকে আবৃত্তি করেন সেঁজুতির জেলা সভাপতি আবৃত্তিকার হোসনে আরা কানন,ফুয়াদ হাসান,কবি জামাল হোসেন রাজু,কাকলী শিক্ষিকা জেসমিন আক্তার, কবি ফারহানা আক্তার দৃষ্টি ও কবি রাবিয়া রায়হানা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নুরুল আমিন বলেন, কবিতা ও সাহিত্যের পাঠক কেন আজ পাওয়া যাচ্ছে না। অথচ কবিতা কল্পনা, ভাবনা ও সূক্ষ্ম চিন্তার জন্ম দেয়। নজরুলের বিদ্রোহী কবিতা এবং রবীন্দ্রনাথের ছোটগল্পের প্রসঙ্গ টেনে তিনি আরো বলেন, সাহিত্য আমাদের মানসিক চাপ কমায়।তবুও জরিপে দেখা যায় শতকরা ৭৭ ভাগ মানুষ বইয়ের কাছেও যায় না।ইন্টারনেট সহ বিভিন্ন আসক্তির কারণে শিক্ষার্থীদের বইমূখী করা যাচ্ছে না।
মূখ্য আলোচক রাকিবুল আহছান বলেন, সাহিত্য সংসদ এর এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আমরা পাঠক সৃষ্টি করতে পারবো। শৈল্পিক আকাঙ্খা যদ্দিন থাকবে,তদ্দিন কবিতাও থাকবে।কবিতার শাশ্বত বিষয় হচ্ছে প্রেম। আর নতুন ভাবনায় স্বপ্ন সৌন্দর্য ও আনন্দের জগতে নিয়ে যাওয়াই কবির কাজ।কবি সবকালের দ্রষ্টা। কবি সময়ের শ্রেষ্ঠ জ্ঞানী মানুষ। তাই কবি সবচেয়ে বড় পাঠক।
গিয়াস উদ্দিন ভুঁইয়া বলেন, কবিরাই আমাদের রক্তে আগুন ধরিয়ে দেন। নির্মলেন্দু গুণ,সুকান্ত, রুদ্র ও হেলাল হাফিজ এর কবিতার উদ্ধৃতি দিয়ে তিনি আরো বলেন, আজকের অনুষ্ঠানে ৫ জন কবির কবিতা আমাদের মূগ্ধ করেছে। লক্ষ্মীপুর থেকেই বিখ্যাত কবিরা একদিন বেরিয়ে আসবেন।
সাহিত্য সংসদ এর নির্বাহী সদস্য রিয়াজুল ইসলাম ভুঁইয়া জাকির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন, পরিসংখ্যান বিভাগের সাবেক উপপরিচালক খালেদ সাইফুল্লাহ, আজীবন সদস্য লিয়াকত আলী মাস্টার, যুগ্ম সম্পাদক কাওছার বিন জামান, অর্থ সম্পাদক কবি রায়হানুল ইসলাম, প্রচার সম্পাদক কবি হোসেন আহমদ জান,কাজী ফারুকী কলেজ এর অর্থনীতি প্রভাষক আখতার হোসাইন খান, নোয়াখালীর বিশিষ্ট কবি নয়ন বিন বাহার,নির্বাহী সদস্য কবি ডা. বাসুদেব পোদ্দার, কবি ভাস্কর মজুমদার, কবি বেলাল হোসেন রানা,বিকেবি ক্লাব সভাপতি ইসমাইল খান সুজন, কবি হোসাইন মো. রাসেল ও সাংবাদিক রবিউল ইসলাম খান, কবি ও আবৃত্তিকার সাফায়েত আহমেদ প্রমুখ।