মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ : যাত্রী বাহী বাসে ডাকাতি করতে গিয়ে গণপিটুনী দিয়ে এক ডাকাত কে পুলিশে সোপর্দ করেছে বলে জানা গেছে। আটককৃত ডাকাত নেছার উদ্দিন(৩২) সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি কান্দাপাড়ার নুরুল হকের পুত্র।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটায় ঢাকা- নারায়নগঞ্জ লিংক রোডের ভুইগড় রগুনাথপুর এলাকায় । গনপিটুনীর শিকার ডাকাত কে প্রথমে নারায়নগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, বুড়িগঙ্গা স্পেশাল পরিবহন( ঢাকা মেট্রো-ব- ১১-৩৫৮১) নামক নারায়নগঞ্জ- জামালপুর সড়কে চলাচলকারী যাত্রী বাহী বাস বুধবার(৩ আগস্ট) রাত নয়টার দিকে জামালপুর থেকে নারায়নগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসে।
ভোর সাড়ে চারটার দিকে ঢাকা- নারায়নগঞ্জ মহাসড়কের ফতুল্লা মডেল থানার ভুইগড় রঘুনাথপুরস্থ মাগুর মাছের খামার নামক স্থানে পৌঁছে যাত্রী নামানোর সময় অজ্ঞাতনামা ৩ জন যাত্রী বেশে বাসে চড়ে। এক পর্যায়ে ছোরা চাকু ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্র সহকারে যাত্রীদেরকে ভয় ভীতি দেখিয়ে চুপ থাকিতে বলে এবং একজন বাসের চালকের গলায় ছুরি ধরে বাসের নিয়ন্ত্রন নিতে চায়।
এ সময় বাসের যাত্রীরা ডাক-চিৎকার করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাওয়ার চেস্টা করলে নেসার উদ্দিন নামক এক ডাকাত কে আটক করতে সক্ষম হলেও অপর দুই ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আটককৃত ডাকাত নেছার উদ্দিন কে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নিয়ে যায়।পরে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
ঘটনাস্থলে আটককৃত ডাকাত নেছার উদ্দিন জানায়, তাদের পাঁচ সদস্যের ডাকাত দলের একটি গ্রুপ রয়েছে। গ্রপের অপর সদস্যরা হলো সেন্টু, আলমগীর, সৈকত ও সমীর। ঘটনার সময় সমীর ও আলমগীর ছিলো বলে জানান। এঘটনায় বাসটির সুপার ভাইজার হাফিজুল ইসলাম উজ্জল বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়,আটককৃত ডাকাত পুলিশ প্রহরায় পঙ্গু হাসপাতালে চিকিৎসায় রয়েছে। মামলা হয়েছে। আটককৃত ডাকাতের সহোযোগিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে তিনি জানান।