রাজধানীতে বিশাল র‌্যালি করেছে বিএনপি

196

মিরর বাংলাদেশ : মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিশাল র‌্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার পরে র‌্যালি শুরু হয়ে সাড়ে ৫টায় শেষ হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড মোশাররফ হোসেনের ঘোষণার মধ্যে দিয়ে র‌্যালির কার্যক্রম শুরু হয়।

র‌্যালি পূর্ব বক্তব্যে বিএনপি নেতারা বর্তমান ক্ষমতাসীন সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান করার দাবি পুর্নব্যক্ত করেন।

বিজয় দিবসের র‌্যালিতে যোগ দেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। র‌্যালিতে নেতাকর্মীরা মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রতিচ্ছবি তুলে ধরেন। অন্যরকম সাজেন র‌্যালি নেতাকর্মীরা। ব্যান্ড দল, ঘোড়ার গাড়ি দেখা গেছে র‌্যালিতে। এ সময় নেতাকর্মীরা জিয়ার স্মরণে বিভিন্ন স্লোগান দিতে থাকেন, বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে, এই মুহূর্তে দরকার, খালেদা জিয়া সরকার ইত্যাদি।

কালো কাপড়ে পুরো শরীর ঢেকে গুমের প্রতিবাদ করতে দেখা গেছে।

বিশাল র‌্যালিটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ মোড় ঘুরে ফের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, নজরুল আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল মাহমুদ টুকু, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান, বরকত উল্লাহ বুল, মোহাম্মাদ শাহজাহান, আহমেদ আযম খান, চেয়ারপরাসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, আফরোজা আব্বাস, হেলেন জেরিন খান প্রমুখ অংশ নেন।

এর আগে সকালে কেন্দ্রীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বিএনপি ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাভার স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদ বীর সন্তানদের ও দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রজহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।