বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম

234
Oplus_131072

মিরর বাংলাদেশ ; বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র ফটো সাংবাদিক নারায়ণগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ জাহিদুল ইসলাম। শনিবার রাজধানীর পল্টনে ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাহিদুল ইসলাম এর আগে একই সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। পেশাদার ফটো সাংবাদিক জাহিদ জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার চিফ ফটো সাংবাদিক হিসেবে কর্মরত। এর আগে তিনি ইংরেজি দৈনিক  এশিয়ান এইজ, যায়যায়দিন, বাংলা নিউজ, বাংলার চোখে কাজ করেছেন।

জাহিদুল ইসলাম ছাড়াও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে এ কে এম মহসীন ও সাধারণ সম্পাদক পদে বাবুল তালুকদার নির্বাচিত হয়েছেন। এছাড়া ১৫ সদস্যের কমিটিতে সহ-সভাপতি পদে মশিউর রহমান সুমন ও যুগ্ম-সম্পাদক পদে দেলোয়ার হোসেন বাদল ও জাহিদুল ইসলাম সজল এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. সালেকুজ্জামান চৌধুরী রাজীব নির্বাচিত হন।

ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি নির্বাচিত হওয়ার মোহাম্মদ জাহিদুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন মিরর বাংলাদেশ পরিবার। এক বার্তায় মিরর বাংলাদেশ সম্পাদক কামাল উদ্দিন সুমন জানান, এ বিজয়ের মাধ্যমে পেশাদার ফটো সাংবাদিক জাহিদ পেশাগত জীবনের আরও এক ধাপ এগিয়ে গেছে। জাহিদের জন্য দোয়া ও শুভকামনা।

এদিকে বিজয়ী হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান,আসসালামু আলাইকুম সম্মানিত সদস্যবৃন্দ। আপনাদের দেয়া ভোটে আমি “সহ-সভাপতি” পদে নির্বাচিত হয়েছি আলহামদুলিল্লাহ। যারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছি। যারা আমাকে ভোট দেননি তাদের প্রতিও ভালোবাসা প্রকাশ করছি। আগামীতে এসোসিয়েশনের স্বার্থে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমার উপর আপনাদের দেয়া অর্পিত দ্বায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।