মিরর বাংলাদেশ : ধর্ষণের অন্যতম কারণ হিসেবে নারীদের খোলামেলা পোশাককে দায়ী করেছেন অভিনেতা অনন্ত জলিল।
তিনি বলেন, নারীরা (বাংলাদেশে) অশালীন পোশাক পরেন অন্য দেশের নারী, সিনেমা, টেলিভিশন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা অনুপ্রাণিত হয়ে। এ ধরনের পোশাকের কারণে মানুষ আপনার মুখের পরিবর্তে আপনার শরীর দেখে। তারা (নারীদের সম্পর্কে) অশ্লীল মন্তব্য করে এবং ধর্ষণের কথা চিন্তা করে।
অনন্ত জলিলের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও চলচিত্র অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার ফেরিভাইড ফেসবুক থেকে দেয়া এক পোস্টে অনন্ত জলিলকে বয়কটের ঘোষণা দেন।
তিনি লিখেন, ‘আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন চলচ্চিত্র ও মিডিয়াকর্মী এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সচেতন নাগরিক হিসাবে বাংলাদেশের নারীদের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য এবং অসংলগ্ন বক্তব্য সম্বলিত ভিডিও বার্তা দেয়ার জন্য জনাব অনন্ত জলিলকে বয়কট করলাম।’