মিরর বাংলাদেশ :
নারায়ণগঞ্জের বন্দর কবরস্থান রোড সংলগ্ন জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদরাসায় ৩০পারা দরুদ শরীফের কিতাব মজমুয়ায়ে সালাওয়াতে রাসুলের প্রণেতা খাজায়ে খাজেগান, খলীফায়ে শাহেজীলান, খাজা আব্দুর রহমান চৌহরভী (রহঃ) এর ১০০তম সালানা ওরস মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার রাতে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আবু সাঈদ ক্বাদেরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার পরিচালনা কমিটির সাধারন সম্পদক, বিশিষ্ট আলেমেদ্বীন শায়খ আব্দুল মোস্তফা রাহিম আল আজহারী। আরো বক্তব্য রাখেন মাদরাসার সুপারিন্টেনডেন্ট মাওলানা আবু নাসের মুহাম্মদ মুসা, সহ সুপার মাওলানা আব্বাসউদ্দীন আল ক্বাদেরী, মাওলানা হাফেজ হোসাইন, মাওলানা জহিরুল হাসান মুন্না, মাওলানা আবুল কালাম। উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ জয়নাল আবেদীন, ফরিদ আহমদ রানা, তাসাদ্দাত হোসেন রনি, রাজু, রিয়াজ, হাজী সোহরাব খান প্রমুখ। বক্তারা বলেন, তিনি এমন একজন ওলী ছিলেন যিনি প্রাতিষ্ঠানিক কোন লেখা পড়া না করে আল্লাহর নবীজির শানে ৩০ পারা দরুদ শরীফের কিতাব রচনা করেন। পৃথিবীর বুকে পবিত্র কুরআন ৩০ পারা, হাদীসের কিতাব বুখারী শরীফ ৩০পারা, আর দরুদ শরীফের কিতাব মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল ৩০ পারা। পরিশেষে মিলাদ, কিয়াম, দোয়া ও তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।