মিরর বাংলাদেশ : চলতি মাসের ৪ আগস্ট বাসা থেকে আটক হওয়ার পর অভিনেত্রী পরীমণির বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে পুলিশ। সেই মামলার সূত্র ধরেই মঙ্গলবার দ্বিতীয় দফায় রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছে আদালত।
একই মামলায় এর আগে চারদিনের রিমান্ড শেষে ঢাকা মুখ্য মহানগর দায়রা আদালতে হাজির করা হয়েছিল তাকে। দুপুরে পরীমণিকে আদালতে তোলার কিছুক্ষণ আগে সেখানে উপস্থিত হয়েছিলেন তার নানা শামছুল হক। বাবা-মা মৃত্যুর পর এই নানার কাছেই বড় হয়েছেন পরী। এদিন আদালত প্রাঙ্গনে উপস্থিত গণমাধ্যমকর্মীরা পরীমণি সম্পর্কে নানা প্রশ্ন করেছেন শামছুল হকের কাছে।
শামছুল হক বলেন, পরীমণি জীবনে নিজের জন্য কিছুই করেনি। মানুষের জন্য করেছে, দান করেছে। এখন সে পরিস্থিতির শিকার। প্রতিবছর গরীবদের জন্য কোরবানি দিয়েছে। নিজে কিছু করে নাই। যা কিছু করে মানুষকে বিলাই দেয়।
পুলিশের অভিযানে ৪ আগস্ট পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, তার বাড়িতে খালি মদের বোতল ছিল। মাদক ছিল কি-না আমি জানি না। আল্লাহ যদি চাই তো তার মুক্তি হবে।
তিনি আরো বলেন, মেয়েটার বাপ-মা কেউ নাই। আমার কাছেই বড় হয়েছে। ওর জন্য দুশ্চিন্তায় আমার ঘুম হয় না। কেউ নেই ওকে দেখার জন্য। আমার নিজেরও কিছুদিন আগে অপারেশন হয়েছে। এখনো আমি অসুস্থ। তাকে কতদিন দেখি না। তাই বাধ্য হয়েই একনজর দেখতে আদালতে এসেছি।