ছেলের মৃত্যুর ৫মিনিটের মধ্যে বাবার মৃত্যু,একসাথে জানযা-দাফন

359

নারায়ণগঞ্জ সংবাদদাতা :

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার নয়ামাটি গ্রামে ছেলের মৃত্যুর পাঁচ মিনিট পর বাবাও চলে গেলেন না ফেরার দেশে। একমাত্র ছেলের মৃত্যুর পাঁচ মিনিট পর বাবার আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকার সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বাবা-ছেলের দুজনকে এক সঙ্গে জানাজা দিয়ে তাদের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
জানা যায়, সোনারগাঁ পৌরসভার ৪নং ওয়ার্ডের নয়ামাটি গ্রামে গত বৃহস্পতিবার রাতে মুজিবুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। রাত ৮টা ৩৫ মিনিটে তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুর খবর পেয়ে পাঁচ মিনিট পর মুজিবুর রহমানের বাবা মজিদ দারোগা (৯০) আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। মজিদ দারোগা বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
স্থানীয় বাসিন্দা আহমেদ জানান, মজিবর ও তার বাবা দুইজনই বয়স্ক।তার ডায়বেটিজ, বিভিন্ন অসুখে ভুগছেন। বৃহস্পতিবার রাতে মজিবর অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করার পর তিনি মারা যান।ছেলের মৃত্যুর খবর পেয়ে বৃদ্ধ মজিদ দারোগা বাসায় মারা হার্ট অ্যাটাক করে মারা যান