সোনারগাঁও থানায় “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত

519

মিরর প্রতিনিধি সোনারগাও :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বুধবার (১৮ আগষ্ট )বিকেলে সোনারগাঁও থানা মাঠ প্রাঙ্গণে মুজিব বর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার এই অঙ্গিকার নিয়ে প্রতি মাসের ন্যায় এবারও ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম – বার পুলিশ সুপার নারায়ণগঞ্জ, সভাপতিত্ব করেন সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনসাধারণ, মেম্বার, মুক্তিযুদ্ধা, রাজনৈতিক নেতা, প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিক কর্মীসহ সোনারগাঁও থানার পুলিশ সদস্যরা।
উপস্থিতিদের মতামত শেষে প্রধান অতিথি বক্তব্যে বলেন, মাদক ও কিশোর গ্যাং নির্মুলে প্রতিটি এলাকায় ভালো মানুষ দিয়ে একটি করে কমিটি গঠন করতে হবে। এবং প্রতিটি পিতা মাতা ছেলে মেয়েদের প্রতি খেয়াল রাখতে হবে বলেও জানান। এবিষয়ে এলাকার জনসাধারণকে এগিয়ে আসতে হবে এবং পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।