পরিচ্ছন্ন রাজনৈতিক ডা:বিরুকে বিতর্কিত করছেন কারা ?

612
কামাল উদ্দিন সুমন :
নারায়ণগঞ্জ জেলার সোনারগায়ের আগামী দিনের কান্ডারী, পরিচ্ছন্ন রাজনৈতিক,ক্ষমতাসীন দল  আওয়ামীলীগের নিবেদিতপ্রাণ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ডা: আবু জাফর চৌধুরী বিরু’র বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। হঠাৎ করে ডা: বিরুর জনপ্রিয়তায় ইর্ষাান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। সবার কাছে প্রিয় মানুষ ডা: বিরুকে বিতর্কিত করার জন্য মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন অভিযোগ তুলছে। মুলত এ মহলটি তাদের  অতীত  অপকর্ম ঢাকতে একজন স্বজ্জন ব্যাক্তি ডা: বিরুর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা এ কাজ করছে, কারন আগামী দিনে সোনারগায়ের কান্ডারী হতে যাচ্ছেন ডা: বিরু। সোনারগায়ের সর্বস্তরের মানুষের কল্যাণে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।
জানা যায়, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের রাজনীতিতে বইছে ঝড়ো হাওয়া। একদিকে সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, অপরদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ডা: আবু জাফর চৌধুরী বিরু। এরইমধ্যে, শোক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে বিরু সমর্থকদের মঞ্চে হামলা চালিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছেন সাবেক সাংসদ কায়সার হাসনাত। নিজ লবিংয়ের বিতর্কিত নেতাদের নিয়ে শুধু শোকমঞ্চই ভাংচুর চালাননি, ছবিও ভাংচুরের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। বিরুর বিরোধীতা করতে গিয়ে সাবেক এ সাংসদ আদতে উপজেলা আওয়ামী লীগকেই বিতর্কের মুখে ফেলে দিয়েছেন বলে অভিযোগ তুলেছেন তৃনমূলের নেতাকর্মীরা।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, গণমানুষের নেতা মোবারক হোসেন যতোদিন বেঁচে ছিলেন, ততোদিন সোনারগাঁয়ের রাজনীতি ছিল কলুষিত ছিলো না । বর্তমানে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের রাজনীতি কায়সার হাসনাত পরিবারের কাছে জিম্মি। এ অঞ্চলে রাজনীতি মানেই তাদের পরিবারের মূখাপেক্ষি হয়ে রাজনীতি করা। কিন্তু সে ধারা এখন ভেঙ্গে দিয়েছেন স্থানীয় নেতারা। তারা আপন মহিমায় উজ্জ্বল হয়ে নিজেদের যোগ্যতায় জেলা কিংবা কেন্দ্রে জায়গা করে নিচ্ছেন। উপজেলার রাজনীতিতেও পদ পাচ্ছেন যোগ্যনুযায়ী। সোনারগাঁ থেকে কোন নেতা বড় কোন স্থানে জায়গা পেলেই তার বিরোধীতা শুরু করেন কায়সার হাসনাত। নিজের কিছু অনুসারীদের দিয়ে সেই নেতার বিরুদ্ধে শুরু করেন মিথ্যাচার। স্বাধীনতার পক্ষে থাকলেও নিজের মতবাদের বিরোধী নেতাদের জামায়াত-শিবির বানাতে এক মুহুর্তও দেরি করেন না তিনি। কায়সার হাসনাতের এমন মিথ্যার সর্বশেষ শিকার জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ডা: আবু জাফর চোধুরী বিরু।
তারা আরও জানান, বিরুর রাজনৈতিক উত্থানে অনেকটাই ভীত হয়ে গেছেন সাবেক সাংসদ কায়সার হাসনাত। তাই তার বিরুদ্ধে নিজ লবিংয়ের কিছু সুবিধাভোগীদের দিয়ে বিরুর বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছেন। নামে-বেনামে বিরু বিরোধী লিফলেট তৈরি করে এলাকায় ছড়িয়ে দিচ্ছেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক হওয়া সত্বেও বিরুকে শিবির বানাতে এক মুহুর্তও দেরি করেননি ওই পক্ষটি। আগামি নির্বাচনে এ আসনে নির্বাচন করতে দল থেকে মনোনয়ন চাইবেন ডা: আবু জাফর চৌধুরী বিরু। আর তাতেই নিজের রাজনৈতিক পথ অন্ধকার দেখছেন কায়সার। সেটা দেখেই নিজের পথের কাঁটা সরাতে এখন রাজনৈতিক মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের সিনিয়র এক নেতা জানান, বিরু ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এরআগেও একটি পক্ষ বিরুর বিরোধীতা করেছিল। তখন কেন্দ্রীয় নেতা মির্জা আজম এমপি আমার সামনেই তৎকালীন ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্র সংসদের সভাপতির দায়িত্বে থাকা নেতাকে ফোন দিয়ে বিরুর রাজনৈতিক জীবন সম্পর্কে জানতে চেয়েছিলেন। তখন ওই নেতা মির্জা আজমকে জানান, বিরু ছাত্র সংসদের আমাদের সাথেই ছাত্রলীগের রাজনীতি করেছে। এতেই প্রমানীত হয়, বিরু জলে ভেসে আসা কোন নেতা না। আর ছাত্র শিবির করাতো অনেক দূরের কথা। মূল কথা হচ্ছে, কায়সার হাসনাত নিজের পথ পরিস্কার করতেই পরিচ্ছন্ন রাজনীতিবিদদের শরীরে কালিমা লেপনের অপচেষ্টা করছেন।
সোনারগাও আওয়ামীলীগের একাধিক নেতা জানান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের, যুগ্ন-সাধারন সম্পাদক ও ১ নং সদস্য, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি, আর তাই অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের হাইব্রিড নয়, অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের শক্তি। মনে রাখবেন প্রাণের সোনারগাঁ উপজেলা বাসী ঐক্যবদ্ধ আওয়ামীলীগ কে কে হারাতে পারে না। যে যার পছন্দ মতো নেতার সাথে রাজনৈতিক কর্মকাÐ পরিচালনা করা কোন দোষের নয়, বরং গণতন্ত্রের আসল সৌন্দর্য্য।
১৫ ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল ও আলোচনা সভায়..  নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোঃ বাদল বলেন, ডাঃ বিরুর মায়ের জন্য গর্বিত….এবং ডাঃ বিরু ভাইয়ের বিরুদ্ধে সমালোচনাকারীদের আনীত সকল মিথ্যা প্রচার ও প্রপাগান্ডা বিত্তীহীন বানোয়াট। অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন।