মিরর বাংলাদেশ :
লক্ষ্মীপুর-২ (রায়পুর -সদরের একাংশ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়নের মা মনোয়ারা বেগম (৭৬) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করিয়াছেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। বৃহস্পতিবার ভোররাত দুইটায় ঢাকা আনোয়ার খাঁন মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বৃহস্পতিবার বাদ জোহর সদর উপজেলার চরমন্ডল গ্রামে মরহুমার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে জানাযায় লক্ষ্মীপুরের বিভিন্ন শ্রেণি পেশার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং মরহুমার বিদেহী আত্নার মাগফেরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।
এদিকে মনোয়ারা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রায়পুর উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামজিক নেতৃবৃন্দ।