মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিতর্কিত সেই ডিশ ব্যবসায়ী এমরানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। মঙ্গলবার ২৫ আগস্ট রাতে তাকে একমাত্র আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি হয়। মামলার আসামি এমরান সিদ্ধিরগঞ্জ এনায়েতনগর এলাকার আজিজ উল্লাহ’র ছেলে।
মামলায় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা বক্তব্য প্রচার করে অপমান অপদস্থ করা সহ নিরাপত্তা বিঘ্ন করে এলাকায় সম্প্রীতি বিনষ্ট ও আইন শৃঙ্খলার অবনতি করার অভিযোগ করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক তদন্ত সাইফুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাদী এজাহারে অভিযোগ করেন, আসামি এমরান হোসেন একজন ধুত ও চালাক প্রকৃতির লোক। বাদীর কিছু ঘনিষ্ঠ লোকের সাথে তার ব্যবসায়িক সম্পর্ক ছিল। সে হিসেবে পূর্বপরিচিত। সে কোথাও গেলে গোপনে তার মোবাইল কিংবা অন্য কোন ইলেক্ট্রনিক ডিভাইসে ভিডিও ধারন করা কিংবা কারো সাথে ক্যামেরা মোবাইল ফোনে কথা বললে সেই কথা মোবাইল ফোনে রেকর্ড করে তা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ও এডিট করিয়া মিথ্যা ও বিকৃত তথ্য প্রচার করে।
এছাড়াও বিবাদী এমরান হোসেন ও তার ভাই এলাকার কিছু ব্যক্তিবর্গের সাথে ব্যবসায়িক প্রতারনা করায় এলাকার লোকজনের সাথে তার সম্পর্ক নষ্ট হয়। প্রতারিত ব্যক্তিরা আমার কাছে তার বিরুদ্ধে অভিযোগ দিলে আমি প্রতারনা কর্মকাণ্ড করতে নিষেধ করি।
আরও পড়ুন: কুতুবপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে শোকসভা
তারপর থেকে আমার নামে মিথ্যা ও ভূয়া তথ্য উল্লেখ করে আমার সুনামহানীর লক্ষ্যে পোষ্ট দেয়। বিবাদী ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আমার মান-সম্মান ক্ষুণ্নসহ এলাকার শান্তি শৃংখলা বিঘ্ন করার উদ্দেশ্যে লাইভ সম্প্রচার করে অপরাধ করেছে।