ফতুল্লায় স্কুল ছাত্র নিহতের প্রতিবাদে মানববন্ধন

332
মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ:
ফতুল্লার কুতুবপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র আরিফ হাসান(১৫) নিহতের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সামাজিক সংগঠন ‘সাতকাহন’ এর উদ্যোগে পাগলা উচ্চ বিদ্যালয়ের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ এতে দিনের বেলা ট্রাক চলাচল বন্ধ রাখার পাশাপাশি স্কুল সংলগ্ন সড়কে স্পীডব্রেকার নির্মাণের দাবি জানিয়ে মানব বন্ধন হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী,ম্যানেজিং কমিটির সদস্য, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ এসময় নিরাপদ সড়কের দাবিতে গণস্বাক্ষর নেওয়া হয়। এ সময় নিজ ব্যয়ে পাগলা উচ্চ বিদ্যালয়ের সামনে স্পীডব্রেকারের প্রতিশ্রুতি দেন স্থানীয় চার ব্যক্তি। মানববন্ধনে উপস্থিত ছিলেন পাগলা উচ্চ বিদ্যালয়ের সাবেক দাতা সদস্য ও পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমিতির সম্পাদক মাহবুবুর রহমান বাচ্চু, পাগলা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জাহের মোল্লা,কুতুবপুর ৪নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী নাছির প্রধান, কুতুবপুর নাগরিক ফোরামের সভাপতি জামালউদ্দিন বাচ্চু সহ স্থানীয় নানা শ্রেনীর পেশাজীবীর মানুষ। উল্লেখ্য যে,বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৩ টার দিকে উপজেলার কুতুবপুরের আদর্শ নগর এলাকায় বালুবাহী একটি ট্রাকের(ঢাকা মে‌ট্রো – ট- ১৪-০০৭১)চাপায় পৃস্ট হয়ে আরিফ হাসান (১৫) নামক নবম শ্রেনীর এক স্কুলছাত্র নিহত হয়।নিহত আরিফ হাসান আদর্শ নগররের আহসান উদ্দীন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্র ও আদর্শ নগর এলাকার শাহাদাৎ মিয়ার বাড়ির বাড়াটিয়া রিক্সা চালক ইউসুফ আলীর এক মাত্র ছেলে ।ঘটনার পরপর ঘটনাস্থল থেকে এলাকাবাসী ট্রাকসহ ড্রাইভার আইয়ুৃব আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে।