ফতুল্লায় চুরি হওয়া সিএনজি ময়মনসিংহে উদ্ধার

349

মিরর বাংলাদেশে  :  ফতুল্লার মুসলিমনগর থেকে চুরি যাওয়া সিএনজি(ঢাকা-থ-১২-০১৩৩) সাত মাস পর ময়মনসিংহ থেকে উদ্ধার সহ সিএনজি চুরির সাথে জড়িত থাকার অভিযোগে মজনু(৩৯) কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত মজনু ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার মৃত ওয়াজ আলীর পুত্র। শুক্রবার(১সেপ্টেম্বর) রাতে তাকে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়।এ সময় উদ্ধার করা হয় ফতুল্লার মুসলিম নগর থেকে চুরি হওয়া সিএনজি। পুলিশ জানায়, চলতি বছরের মার্চ মাসের ৭ তারিখ দিবাগত রাত একটার দিকে সিএনজি চালক মোঃ তোতা মিয়া তার মালিক ও মামলার বাদী মোঃ সোহেল রানার বাড়ীর সামনে ফতুল্লা থানার মুসলিমনগর মরাখালপাড়স্থ রাস্তার পাশে রেখে নিজ বাসায় চলে যায়। সকাল সাড়ে ছয়টার দিকে চালক এসে দেখতে পায় সিএনজি সেখানে নেই।পরবর্তীতে বিষয়টি সিএনজির মালিক মোঃ সোহেল রানা কে গিয়ে অবগত করে। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে সিএনজি মালিক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক এস,এম শামীম জানান,চলতি বছরের মার্চ মাসে ফতুল্লার মুসলিম নগর থেকে সিএনজিটি চুরি হয়।দীর্ঘ সাত মাস পর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানা এলাকায় অভিযান চালিয়ে চোরাইকৃত সিএনজিটি উদ্ধার সহ চুরির সাথে জড়িত মজনু কে গ্রেফতার করা হয়েছে।