ফতুল্লায় ডাইং কারখানার দুষিত পানি নিস্কাশন বন্ধে বিক্ষোভ

422

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ  : ফতুল্লার সরদার বাড়ি আবাসিক এলাকায় একটি চিকুন ড্রেনে একাধীক ডাইং কারখানা দীর্ঘদিন ধরে বিষাক্ত রং কেমিক্যাল মিশ্রিত পানি নিস্কাশন করে আসছে। এ বিষাক্ত পানি ড্রেনের উপর দিয়ে উপচে পড়ে সড়কে। আর সেই পানি ১২মাস সড়কে জমে থাকে। এতে এলাকাবাসী চরম ভোগান্তি পোহাচ্ছে। এ পানি দিয়ে চলাচল করে অনেকেই পানিবাহী রোগে আক্রান্ত হয়ে পড়েছে।

প্রভাবশালীদের পরিচালিত কারখানা গুলোর দুষিত পানি নিস্কাশন বন্ধে বৃহস্পতিবার সন্ধ্যার পূর্বে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ফতুল্লা পোষ্ট অফিস সড়কের পাশে অবস্থিত ফারুক চৌধুরীর মালিকানাধীন মদিনা ডাইং কারখানার সামনে সরদার বাড়ি,দাপা,শিহাচর এলাকার প্রায় কয়েকশ নারী পুরুষ শিশুদের নিয়ে প্রায় এক ঘন্টা অবস্থান করে বিক্ষোভ করেন। মদিনা ডাইংয়ের আশে পাশে আরো প্রায় ৭/৮টি ডাইং কারখানা রয়েছে। এলাকাবাসী জানান,মদিনা ডাইং কারখানার দূষিত পানি সরদার বাড়ি এলাকার ড্রেন দিয়ে উপচে পড়ে সড়কে জমে থাকে। আর দিপ্তী ও র‌্যাম্ভু ডাইং সহ একাধীক ডাইং কারখানার দুষিত পানি চিকুন ড্রেনে নিস্কাশন করা হয়। এতে দাপা শিহাচর এলাকার সড়কে ওই দুষিত পানি জমে থাকে। দুষিত এ পানিতে অন্তত ৫/৬টি এলাকার কয়েক হাজার মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে। বৃষ্টি আসলে এ পানি বাসা বাড়িতে উঠে। আর শুকনো সময় এ পানি পুরো সড়ক জুড়ে থৈ থৈ করে। এলাকাবাসীর দাবী দ্রুত এর ব্যবস্থা না নেয়া হলে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হবে।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান,বিক্ষোভকারীদের শান্ত করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরকে জানানো হবে এবং স্থানীয় জনপ্রতিনিধিদেরও অবগত করা হবে দ্রুত ব্যবস্থা নেয়া জন্য।