সাংবাদিক জাহিদ বিপ্লবের পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  

310
মিরর বাংলাদেশ :
বিবার্তার জ্যেষ্ঠ প্রতিবেদক জাহিদ বিপ্লবের পিতা আনোয়ার হোসেন (৮০) শনিবার রাতে তার খিলগাঁও তিলপাপাড়াস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজেউন)। ব্রেইন স্টকে আক্রান্ত হয়ে তিনি দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। রবিবার সকালে খিলগাঁওয়ে জানাযা শেষে দুপুরে মরহুমের গ্রামের বাড়ী মুন্সিগঞ্জের সিরাজদিখানের উত্তর পাউসারে দ্বিতীয় জানাযা দাফন করা হয়।
আনোয়ার হোসেনের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, সালমা ইসলাম এমপি, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আল মাহগির সাদ এরশাদ এমপি পৃথকভাবে গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ ন্যাপ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), এনডিপি পৃথক পৃথক বিবৃতিতে জাহিদ বিপ্লবের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।