বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক জান্নাতুল ফেরদৌসী

286

 

মিরর বাংলাদেশ : বসুন্ধরা  মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বেসরকারি টেলিভিশন গাজী টিভির (জিটিভি) স্টাফ রিপোর্টার জান্নাতুল ফেরদৌসী। অপরাধ ও দুর্নীতি ক্যাটাগরিতে তাকে এ পুরস্কার দেয়া হয়। আইসিটি খাতের দুর্নীতি নিয়ে তথ্য বহুল রিপোর্টের স্বীকৃতি হিসেবে জান্নাতুল ফেরদৌসীকে এ পুরস্কার তুলে দেন তথা মন্ত্রী ড,হাছান মাহমুদ।

সোমবার (৩০ মে) রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। একই সাথে বিভিন্ন ক্যাটাগরিতে আরো ১০ জন সাংবাদিক পেয়েছেন বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড।

অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২১ আয়োজক কমিটির আহ্বায়ক সায়েম সোবহান আনভীর, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম ও অ্যাওয়ার্ড জুরিবোর্ডের প্রধান অধ্যাপক গোলাম রহমান।

জানা যায়,দেশের গণমাধ্যমে গত বছর প্রকাশিত ও প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন বিচার বিশ্লেষণ করে পাঁচ ক্যাটাগরিতে ১১ জনকে বাছাই করা হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন- মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে দ্যা ডেইলি স্টারের রিপোর্টার আহমাদ ইশতিয়াক (প্রিন্ট), মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি কাওসার সোহেলী (টেলিভিশন), জাগো নিউজ ২৪.কম-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সালাহ উদ্দিন জসিম (অনলাইন), অপরাধ ও দুর্নীতি ক্যাটাগরিতে দেশ রূপান্তরের হবিগঞ্জ জেলা প্রতিনিধি শোয়েব চৌধুরী (প্রিন্ট), জিটিভির স্টাফ রিপোর্টার জান্নাতুল ফেরদৌসী (টেলিভিশন), নিউজ বাংলা২৪.কম-এর ফ্রিল্যান্সার জেসমিন পাপড়ি (অনলাইন), নারী ও শিশু ক্যাটাগরিতে সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব আহাম্মদ (প্রিন্ট), আনন্দ টিভির রিপোর্টার শওকত সাগর (টেলিভিশন), ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আদনান রহমান (অনলাইন), অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে মাছরাঙা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাজাহারুল ইসলাম (টেলিভিশন) এবং আলোকচিত্রে প্রথম আলোর স্টাফ ফটোসাংবাদিক দীপু মালাকার। তাদের প্রত্যেককে পুরস্কারের অর্থমূল্য হিসেবে আড়াই লাখ টাকা, সম্মাননা স্মারক এবং সনদপত্র দেওয়া হয়।

এছাড়াও ৬৪ জেলার নির্বাচিত প্রবীণ সাংবাদিক দের সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সমাজকে সঠিকভাবে প্রবাহিত করার ক্ষেত্রে সাংবাদিকরা যে ভূমিকা পালন করতে পারে অন্য কোনও পেশার মানুষ তা পারে না। গণমাধ্যমের বিকাশের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

এদিকে পুরুস্কার পাওয়ার পর ফেসবুকে নিজের প্রতিক্রিয়া জানিয়ে সাংবাদিক জান্নাতুল ফেরদৌসী।

তিনি লিখেছেন,

আলহামদুলিল্লাহ!!!

একটা পুরস্কার মানে এ যাবৎকালের সব গ্লানি মুছে যাওয়া। এক সম্মাননা, মানে শত বছরের কষ্ট ভুলিয়ে দেয়া। মহান আল্লাহ তাআলা আমাকে সেই সম্মান দিয়েছেন। শুকরিয়া।

একজন সাংবাদিকের একটা রিপোর্ট তৈরির পেছনে অনেকগুলো গল্প থাকে। আইডিয়া তৈরি করা, একজন চীফ রিপোর্টারের দিক নির্দেশনা, ক্যামেরা পার্সনের দুরদর্শীতা, ভিডিও এডিটরের নিখুত মেকিংসেন্স। প্রোডিওসারের অনএরার ট্রিটমেন্ট। আরো কত কি।
আরেকজন যে সে হলো ছায়ার মত বন্ধু। এরসবই আল্লাহ আমাকে দিয়েছেন। এসবের স্বমন্বয়েই আমার আজকের এই স্বীকৃতি, সম্মান।

এগিয়ে যাওয়ার মুল শক্তি এসবের কাছেই পাই আমি।

সেই সাথে বসুন্ধরা গ্রুপকে অসংখ্য ধন্যবাদ আমার কষ্টে গড়া রিপোর্টটিকে মুল্যায়ন করেছে।

পুরস্কার পাওয়ার পর বন্ধু মহলের শুভেচ্চা আমাকে সিক্ত করেছে। শুভকাঙ্খিরাও পিছিয়ে নেই তালিকায়। সবার প্রতি ভালোবাসা,কৃতজ্ঞতা।

দোয়ায় রাখবেন আমাকে সবাই,,,

আর হ্যা, আমার সহযোগি ও আমার ছোট ভাই এখন আমার স্তম্ভ। ওদের জন্যও দোয়া চাই,,,,