মামলা তুলে নিতে মাকে মেরে ফেলার হুমকি, মামুনের বিরুদ্ধে  জিডি

256

* মামুনের প্রতারণার কাহিনী মানুষের মুখে মুখে

মিরর বাংলাদেশ :

নারায়ণগঞ্জে বৃদ্ধা মাকে মারধর ও নির্যাতন করার পর এবার প্রাণ নাশের হুমকি দিয়েছে কুলাঙ্গার সন্তান নুর রহমান ভুইয়া মামুন। মঙ্গলবার (৯ আগষ্ট) সিদ্ধিরগঞ্জ থানায় প্রাণ নাশের হুমকির অভিযোগ এনে জিডি দায়ের করেছেন মামুনের বৃদ্ধা মা নুর জাহান বেগম । থানায় দায়ের করা অভিযোগে নুর জাহান বেগম উল্লে খ করেন, নুর রহমান ভুইয়া মামুনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৭জুলাই মামলা দায়ের করার পর আদালত আমার বক্তব্য শুনে ঐদিনই মামুনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে ।
আসামীর বর্তমান বসত ঠিকানা ফতুল্লা থানা এলাকায় হওয়ায় ফতুল্লা থানা পুলিশকে ১৮ জুলাইয়ের মধ্যে আসামীকে গ্রেফতার করার নির্দেশ দেয় আদালত। আসামী মামুন গ্রেফতার এড়াতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কয়েকদিন ফেরারী হয়ে যায়। গত ৪ আগষ্ট আসামী মামুন উচ্চ আদালত থেকে আগাম জামিনে আসে। এর পর থেকে মামলা তুলে নেয়ার জন্য আমাকে বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখায়। এবং আমারকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। আমার আশংকা আসামী মামুন আমার যে কোন ক্ষতি করতে পারে। এছ্ড়াা সে আমার পরিবারের অন্যন্য সদস্যদের ভয়ভীতি প্রদর্শনের পাশাপাশি মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে আসছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, দক্ষিন এনায়েত নগর এলাকার শামসুল আলম ভুইয়ার পুত্র নুর রহমান ভুইয়া মামুনের কোন নিদিষ্ট পেশা নেই। প্রতারনা করে মানুষকে ঠকিয়ে টাকা আদায় করাই তার কাজ। নিজের পরিবার সাথে তো প্রতারনা একাধিক ঘটনা রয়েছে পাশাপাশি অনেক সাধারন মানুষ তার কাছে প্রতারিত হওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন চল চতুরী করে মানুষের নিকট থেকে টাকা হাতিয়ে নেয়াই তার কাজ। পপুলার ইন্সুরেন্সের মাধ্যমে প্রতারনার কারনে মামলা একটি দায়ের হয়। মামলা নং ৫২(৩)০৭।এছাড়া পর্নগ্রাফী আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা রয়েছে।
এর আগে গত ৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালত মামুনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। নারায়ণগঞ্জ সদর উপজলার গোদনাইল দক্ষিণ এনায়েতনগর এলাকার সামসুল ইসলাম ভুইয়ার স্ত্রী বৃদ্ধা নুর জাহান বেগম বাদী হয়ে তার পুত্র নুর রহমান ভুইয়া মামুনের বিরুদ্ধে মামলা দায়ের করার পর মামলা নং( সিআর ৮৬৩/২০২২) আদালত বৃদ্ধা নুর জাহানের উপর তার কুলাঙ্গার ছেলের নির্যাতনের বর্ণনা শুনে সাথে সাথে গ্রেফতারী পরোয়ানা জারী করে। মামলা এজহারে নুরজাহান উল্লেখ করেন, তার ছেলে মামুন একজন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায়ই তার মা ও পরিবারের লোকজনকে নির্যাতন করে। এছাড়া বিভিন্ন মানুষের নিকট থেকে প্রতারণার মাধ্যমে টাকা পয়সা হাতিয়ে নেয়। ভুক্তভোগী মানুষ মামুনের প্রতারণা বিচার তার পরিবারের কাছে দিলে একাধিক সালিশ করলে টাকা পয়সাও পরিশোধ করে মামুনকে ছাড়িয়ে নিয়ে আসে।
বৃদ্ধা নুরজাহানের পরিবারের একাধিক সদস্যের সাথে কথা বলে জানা গেছে, মামুনের অত্যাচারে তারা অতিষ্ঠ। শুধু তাই নয় তার প্রতারণাসহ বিভিন্ন অপকর্মের কারনে তারা সমাজে মুখ দেখাতে পারেনা। মানুষের সাথে প্রতারণা করাই যেন তার নেশা হয়ে দাড়িয়েছে। এখন বৃদ্ধা মাকে মারধর ও করে। এদিকে মামুনের বিরুদ্ধে হামলা ভাংচুরের অভিযোগে তার আরেক ভাই নুর মোহাম্মদ সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। ***