নুতন অফিস টাইম পাল্টে দিয়েছে অনেকের জীবন যাত্রা

313

* যানজটও এগিয়ে গেছে এক ঘন্টা

মুহা : ইউসুফ আল আজিজ  : রাজধানীর শনির আখড়া থাকেন সরকারি কর্মকর্তার সোহরাব হোসেন । আগে অফিসে আসার জন্য প্রতিদিন পৌনে ৭টায় ঘুম থেকে উঠে প্রস্তুতি নিতেন। সকাল ৮টা বাজার ১০ মিনিট আগে অফিসের গাড়ি ধরতেন। অফিসে পৌঁছাতেন সকাল ৯টায়। অফিস শেষে বিকেলে বাসায় ফিরতেন।
বছরের পর বছর ধরেই অভ্যাসে চলেছেন সোহরাব হোসেনের মতো প্রায় সরকারি কর্মকর্তা কর্মচারীরা। কিন্তু এখন তাঁর চিরচেনা সেই অভ্যাস পাল্টাতে হচ্ছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য সরকারের নেওয়া নতুন অফিস সময়সূচির জন্য তাঁকে এখন ভোরে ঘুম থেকে উঠতে হচ্ছে। অফিসেও রওনা দিতে হচ্ছে আগের চেয়ে বেশ আগেই।
গতকাল থেকেই দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় শুরু হয় সকাল আটটায়। আর শেষ সময় বেলা তিনটায়। সাপ্তাহিক ছুটি এখনকার মতো শুক্র ও শনিবারই থাকবে। গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন (শুক্র ও শনিবার) করা হয়েছে। এ ছাড়া ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আজ থেকে দেশের সব ব্যাংকের লেনদেনর সময়সূচি ছিল সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত। তবে লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কাজ করে বিকেল পাঁচটার মধ্যে সব কর্মকর্তা-কর্মচারীকে অফিস ছাড়তে বলা হয়।
সোহরাব হোসেন জানান, অন্য সময়ে ৭টা ৫০ মিনিটে শনির আখড়া থেকে থেকে রওনা দিয়ে পৌঁছাতে সময় লাগত ৩০/৪০ মিনিটের মতো। তখন ঘুম থেকে উঠতেন পৌনে ৭টায়। কিন্তু আজকে আরও এক ঘণ্টা আগে, সকাল পৌনে ৬টায় ঘুম থেকে উঠেছেন। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি ও নাশতা খেয়ে সকাল ৬টা ৫০ মিনিটে রওনা দিয়ে অফিসে পৌঁছান সকাল ৭টা ৫০ মিনিটে। এত দিন বাসা থেকে দুপুরের খাবার নিয়ে এলেও বুধবার আর আনেননি। চিন্তা করেছেন একেবারে অফিস শেষ করে বাসায় গিয়ে খাবেন।
সোহরাবের মতো সব সরকারি চাকরিজীবীদেরই জীবনযাপন পাল্টে যাচ্ছে। কারণ, এত দিন সকাল নয়টায় অফিস শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হতো। আর এখন সকাল আটটায় শুরু হয়ে বিকেল তিনটায় শেষ হবে। অভ্যাস পরিবর্তনের কথা বোঝা গেল বানিজ্যমন্ত্রনালয়ের এক নারী কর্মচারীর কথায়। তিনি জানালেন, তাঁর বাসা আগারগাঁওয়ে। স্টাফ বাসে আসা-যাওয়া করেন। নতুন অফিস সময়ের প্রথম দিনে আজ তিনি সকাল ৭টায় রওনা দিয়ে ৭টা ২০ মিনিটেই পৌঁছে যান। তবে, বুধবারের পর থেকে আরেকটু পরে রওনা দেবেন বলে ঠিক করেছেন। বুধবার তিনি অফিসও ছাড়েন বেলা তিনটা বাজার খানিক আগেই। বললেন, বাস ধরতে হবে, তাই কয়েক মিনিট হাতে রেখেই অফিস ছেড়েছেন।
সচিবালয়ে কর্মরত একাধিক কর্মকর্তা জানালেন, যেসব কর্মকর্তা-কর্মচারীর সন্তানের স্কুল সময় সকালে, তাঁদের কিছুটা অসুবিধা হবে। কারণ, অনেকে আগে সন্তানকে স্কুলে নামিয়ে অফিসে আসতেন। কিন্তু এখন অসুবিধা হওয়ার আশঙ্কা আছে।

অবশ্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বুধবার সচিবালয়ে এক অনুষ্ঠানে ইঙ্গিত দিলেন নতুন এই সময়সূচি আপাতত সময়ের জন্য। পরে তা সমন্বয় হতে পারে।
এদিকে কৃচ্ছতা সাধনে অফিস সময় পরিবর্তন হলেও কার্যত রাজধানীর সড়কে যানজট পরিস্থিতির কোনো হেরফের হয়নি। অফিস এক ঘণ্টা এগিয়ে আনায় সড়কে জটলা শুরু হয়েছে এক ঘণ্টা আগে। এর বাইরে দিনভর প্রত্যাহিক নিয়মে তীব্র যানজট রয়েছে ঢাকার বেশিরভাগ সড়কেই।
গতকাল বুধবার সকাল সাতটা থেকেই সড়কে যে চাপ শুরু হয়েছে তা দুপুর গড়িয়ে অফিস ছুটির সময় বিকেল তিনটার পরও অব্যাহত রয়েছে।
অফিস সময় এগিয়ে আসলেও একই সময় স্কুল-অফিস শুরু হওয়ায় বরং এদিন স্কুল-কলেজ কেন্দ্রীক গাড়ির জটলা ছিল আরও বেশি। ফলে দিনভর সড়কে নামা কর্মজীবী মানুষের ভোগান্তি ছিল চরমে।
এদিন রাজধানীর মোহাম্মদপুর, শ্যামলী, আসাদগেট, ফার্মগেট, মহাখালী, তেজগাঁও এলাকা ঘুরে যানবাহনের বাড়তি জটলা দেখা গেছে। সড়কে একেকটি ট্রাফিক সিগনাল পার হতে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সব যানবাহনকে।
এলিফ্যান্ট রোডের বাসিন্দা ফারজানা নামে এক চাকরিজীবী জানান, সকাল পৌনে সাতটায় বাসা থেকে বেরিয়ে ৭ টায় মিরপুরে এক সন্তানকে স্কুলে দিয়ে মোহাম্মদপুর কলেজগেটে স্কুলে আরেক সন্তানের স্কুলে পৌঁছান ৮ টা ২০ মিনিটে। মঙ্গলবার পর্যন্ত দ্বিতীয় সন্তানকে ৮টার আগেই স্কুলে নামিয়ে দিতে পারতেন। কিন্তু নতুন সময়সূচির কারণে কলেজগেটের স্কুলে পৌঁছাতে প্রায় আধঘণ্টা সময় বেশি লেগেছে।
সাব্বির হোসাইন নামে এক বেসরকারি চাকরিজীবী বলেন, সকালে শ্যামলী থেকে বনানীর অফিস যেতে অন্য দিনের তুলনায় আজ (২৪ আগস্ট) প্রায় ৪০ মিনিট বেশি লেগেছে। ৯ টার অফিস ধরতে আর সাড়ে ৬ টায় বাসা থেকে বের হওয়া যায় না। সরকারি অফিস একঘণ্টা আগে শুরু হওয়ায় যানজট এক ঘণ্টা আগেই শুরু হয়েছে, এছাড়া আর কোনো পার্থক্য নেই।
শহীদুজ্জামান খান নামে একজন বলেন, বুধবার সকাল সাড়ে ১০টায় শ্যামলী থেকে রওনা দিয়ে ফার্মগেট পৌঁছাতেই প্রায় ১২টা বেজেছে। খামারবাড়ি থেকে ফার্মগেট পর্যন্ত গাড়ি নড়ছিলই না। দিনে দিনে যানজট যেন বেড়েই চলছে।
ফার্মগেট এলাকায় স্বাধীন পরিবহনের চালক আনিস মিয়া জানান, যানজট আগের মতোই আছে। অন্যদিন যেখানে সাড়ে সাতটা- আটটার দিকে যানজট শুরু হতো, আজ শুরু হয়েছে সাড়ে ছয়টা- সাতটা থেকে। এই চাপ না কমতেই দুপুর গড়িয়ে অফিস শেষের সময় তিনটা বেজে যাওয়ায়, আবার তীব্র জটলা তৈরি হয়েছে।
ট্রাফিক পুলিশের সদস্যরা জানান, সকালে একই সময় অফিস ও বেশিরভাগ স্কুল হওয়ায় আজ শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রীক এলাকাগুলোতে বাড়তি চাপ ছিল দিনের শুরু থেকেই। ওই চাপ পর্যায়ক্রমে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। আমরা যানজট সামাল দিতে তীব্র রোদ-গরমেও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি।
সম্প্রতি বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে তেলের দাম বৃদ্ধি এবং কৃচ্ছতা সাধনের জন্য অফিস সময় কমানোর উদ্যোগ নেয় মন্ত্রিসভা। অফিসের সময় অনুযায়ী এখন রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। বিরতি ১২টা ৪৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত। যা বুধবার (২৪ আগস্ট) থেকে কার্যকর হয়েছে। এ ঘোষণায় গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতে বিদ্যুৎ সাশ্রয় হবে এবং সঙ্গে সঙ্গে যানজটও একটা ডিস্ট্রিবিউটেড হবে। অফিস সময় কমানোর পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দুই দিন করা হয়েছে।