সিনিয়র সাংবাদিক নুরুজ্জামান মামুনকে প্রাননাশের হুমকি,ডিআরউর নিন্দা

236

মিরর বাংলাদেশ : দৈনিক আজকালের খবরের স্টাফ রিপোর্টার ও শিক্ষা বিটের দাপুটে সাংবাদিক, ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য নূরুজ্জামান মামুন ও  তার স্ত্রী-সন্তানসহ গুম করে ফেলার হুমকি দেয়া হয়েছে।  এ অভিযোগে মঙ্গলবার পটুয়াখালির কলাপাড়া থানায় সাধারন ডায়েরি করেছেন সাংবাদিক নুরুজ্জামান মামুন। জিডি নং : ৬২৫/২২

এ ঘটনায়  মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে ডিআরইউ’র কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আইনশৃঙ্খলাবাহিনীকে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানান।
মো. নূরুজ্জামান মামুন জিডিতে উল্লেখ করেন, ‘সোমাবার (১২ ডিসেম্বর) পারিবারিক কাজের জন্য কলাপাড়ায় আসি। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩টা ৩৮ মিনিটের সময় সবুজবাগস্থ বাসায় আবস্থান কালে ০১৮৬০৭৬৭৬৯১ নম্বর থেকে আমার মোবাইল নম্বরে ০১৭১৫৪৮৫২৮৫ কল করে বলে। “এ তুই কই, তুই নাকি আবার এলাকায় অসছ। তুই আমার নেতাদের নিয়ে লেখো, তোরো কিন্তু মাইরা ফালামু। তোরে এর আগেও বলেছি, তুই শোন নাই, তোরে কিন্তু বউ বাচ্চাসহ কিডনাপ কইরা ফালামু। তোর হাত-পা কাইটা ফালামু। কেউ কিন্তু তোকে আর খুইজা পাবে না”- এমন বিভিন্ন হুমকী দেয়। উল্লেখ্য, সম্প্রতি আমি শিক্ষক নেতাদের তদবির বাণিজ্য নিয়ে অনুসন্ধানী বেশ কয়টি রিপোর্ট করি। এর পরিপ্রেক্ষিতে এই হুমকী দিতে পারে বলে ধারণা করছি।’
এদিকে, বিবৃতিতে ডিআরইউ নেতৃবৃন্দ নুরুজ্জামান মামুন ও তার পরিবারকে নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানান