৫১ লাখ টাকার সহায়তা সামগ্রী নিয়ে তুরস্কের ক্ষতিগ্রস্থদের পাশে সিএনজি ফিলিং ষ্টেশন ওনার্স এসোসিয়েশন

276

মিরর বাংলাদেশ : ভয়াবহ ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ তুরস্কের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন ওনার্স এসোসিয়েশন। সংগঠনের সদস্য ও তাদের পরিবারবর্গ এবং শুভাকাঙ্খীগন সম্মিলিতভাবে ৫০ লাখ ৮১ হাজার টাকা প্রদান করেছে বলে জানান সংগঠনের মহাসচিব ফারহান নূর।
তিনি বলেন, সংগঠনের মাধ্যমে সংগৃহীত টাকা দিয়ে লং জ্যাকেট ৩হাজার ৯শ পিছ যার দাম ২৩ লাখ টাকা, স্লিপিং ব্যাগ ১হাজার পিছ যার দাম ১৩লাখ টাকা বড় তাবু (১৪*১৪) ৩৩ পিছ যার দাম ৪লাখ ৫০ হাজার টাকা মাঝারি তাবু (১০*১০) ৩৫ পিছ যার দাম ৫লাখ ৩২ হাজার টাকা ,জেনারেটর ৫.৫ কিলোওয়াট যার দাম ১লাখ ৭১ হাজার টাকা জেনারেটর ২.৫ কিলোওয়াট ১৪ পিছ , যার দাম ৫লাখ ৫৯ হাজার রুম হিটার ২০পিছ যার দাম ৬৬ হাজার টাকায় কেনা হয়েছে।
সিএনজি ফিলিং ষ্টেশন ওনার্স এসোসিয়েশনে অনুদানে কেনা মালামাল বাংলাদেশস্থ তুরস্ক দুতাবাসে নিয়োজিত সাহায্য গ্রহনকারী সংস্থা TIKA কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে সংগঠনের নেতৃবৃন্দ।
ফারহান নূর আরো জানান, সিএনিজি ফিলিং ষ্টেশন ওনার্স এসোসিয়েশন সব সময় মানবতার সেবায় কাজ করে থাকে। তুরস্কের ভয়াবহ ভুমিকম্পে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে আমরা সাধ্যমত দাড়ানোর চেষ্টা করেছি। আমাদের এচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা মনে করি মানুষ মানুষের জন্য ।