টিভিএফবি-স্টার অ্যাওয়ার্ড ২১জুন

315

প্রেস বিজ্ঞপ্তি :

আগামী ২১ জুন বুধবার দুপুর ১ টায় টেলিভিশন দর্শক ফোরাম অব বাংলাদেশ (টিভিএফবি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করতে যাচ্ছে টিভিএফবি-স্টার অ্যাওয়ার্ড ২০২২। করোনাকালীন সময়ে স্বাস্থ্য সেক্টরে বিশেষ অবদান, সমাজ সেবা, ব্যবসা-বাণিজ্য, চলচ্চিত্র, টেলিভিশন, বিজ্ঞাপন চিত্র, সংগীত, ডিজিটাল প্লাটফর্ম তথা ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ, ইউটিউবের পারফরমেন্স এর ভিত্তিতে স্বীকৃতি স্বরূপ এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
এ ছাড়াও জনপ্রিয় তারকাদের বৈচিত্রময় সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, টিভি ও চলচ্চিত্র তারকা। জাঁকজমক পূর্ণ এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের  মন্ত্রী  জাহিদ মালেক এমপি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএফইউজের সাবেক সভাপতি  মনজুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সোহেল হায়দার চৌধুরী, ডিআরইউ সাধারণ সম্পাদক  মাইনুল হাসান সোহেল এবং মনোয়ার হোসেন পাঠান (সভাপতি, টেলিপাব)।
অনুষ্ঠানটি সফল করার জন্য বাদল আহমেদকে উদযাপন কমিটির সভাপতি এবং শফিকুল আলম মিলনকে সদস্য সচিব নির্বাচন করা হয়েছে। ফেরামের সাধারণ সম্পাদক আহমেদ সিরাজ বলেন, অনুষ্ঠানটির চূড়ান্ত প্রস্তুতি চলছে। টিভিএফবি-স্টার অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানটির ইভেন্ট পার্টনার ইনবক্স কমিউনিকেশনস।