এনা সম্পাদক মরহুম গোলাম রসুল মল্লিকের ১৮তম মৃত্যুবার্ষিকী ২২ মে

206
মরহুম গোলাম রসুল মল্লিক

সংবাদ বিজ্ঞপ্তি:  মরহুম গোলাম রসুল মল্লিক, প্রতিষ্ঠাতা সম্পাদক ইস্টার্ন নিউজ এজেন্সী-এর ২২ শে মে ১৮তম মৃত্যু বার্ষিকী । এ  উপলক্ষে তার পরিবারের পক্ষে থেকে বাদ আসর তার নিজ বাসভবনে দুস্থদের মাঝে খাবার বিতরণ ও কোরআন খানির আয়োজন করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি প্রথম বাঙ্গালী সাংবাদিক হিসেবে ইষ্টার্ন নিউজ এজেন্সী (এনা) চালু করেন। আমৃত্যু সাংবাদিকতার পথিকৃত গোলাম রসুল মল্লিক গণমাধ্যমের উন্নয়নের কাজ করে গেছেন।

মরহুম গোলাম রসুল মল্লিক গণমাধ্যমের উন্নয়নের কাজ করে গেছেন। মরহুম গোলাম রসুল মল্লিক কর্মরত জীবনে কমনওয়েলথ প্রেস ইউনিয়নের বাংলাদেশ শাখার তিন তিনবার চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট এর বাংলাদেশের প্রথম সদস্য এবং বিশিষ্ট মুক্তিযোদ্ধা ছিলেন। ইন্টার্ন নিউজ এজেশী (এনা) সাংবাদিকতা জীবনে ৫৩টি দেশের সরকার প্রধানের সাক্ষাৎকার নিয়ে ছিলেন। ইষ্টার্ন নিউজ এজেন্সী (এনা) পুনরায় চালু হচ্ছে।