নিবন্ধন পেয়েছে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ‘ফারিয়া’

252

মিরর বাংলাদেশ : নিবন্ধিত পেয়েছে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের একমাত্র প্ল্যাটফর্ম ‘সোসাইটি অব বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন (ফারিয়া)’। জয়েন্ট স্টক কোম্পানি (Registrar of Joint Stock Companies and Firms) থেকে এ নিবন্ধন নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর সেগুনবাগিচাস্থ ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির চেয়ারম্যান এস.এম.এম. রহমান। সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের নানা পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় তিনি উপস্থিত সাংবাদিক নানা প্রশ্নের জবাব দেন সংগঠেনের নেতারা।

এস.এম.এম. রহমান জানান, বাংলাদেশের সব ঔষধ কোম্পানির প্রতিনিধি অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন (ফারিয়া) নামে ২০১৫ সাল থেকে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় যাত্রা শুরু করে। দীর্ঘ সময় ধরে লক্ষ্য অর্জনে শান্তিপূর্ণ কর্মসূচী চালিয়ে আসছে সংগঠনটি। ২০১৭ সাল থেকে আমাদের সংগঠন রেজিস্ট্রেশনের প্রচেষ্টা শুরু করেছি। নানা আইনি জটিলতায় নিবন্ধন পেতে প্রায় আট বছর সময় লেগে যায়। নিবন্ধন পেতে আইন ও বিধানের সঙ্গে সঙ্গতি রাখতে নামের ক্ষেত্রে কিছুটা পরিবর্তনও আনতে হয়। অর্থ্যাৎ সংগঠনটি ‘সোসাইটি অব বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এসোসিয়েশন (ফারিয়া)’ { Soceity Of Bangladesh Pharmaceuticals Representatives Alliance (PhaReA). (রেজিঃ নং-S-14249)।} নামে নিবন্ধন পায়।

সংবাদ সম্মেলনে সভাপতি নিবন্ধন পাওয়ায় সরকারের সংশ্লিষ্ট দফতর এবং প্রত্যেক সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি বলেন, দেশে বিদ্যমান সংগঠনের সব ইউনিট আন্তরিক থাকলে বাংলাদেশের ঔষধ কোম্পানির প্রতিনিধি ও ঔষধ কোম্পানির সার্বিক উন্নয়নে সফলতার শীর্ষে পৌঁছাতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।