ফতুল্লায় যাত্রী বেশে ইজিবাইক চালককে খুন, গ্রেফতার ৩ ছিনতাইকারী

497

মিরর প্রতিনিধি নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রীবেশে ইজি বাইক ছিনতাইকালে ছুরিকাঘাতে চালক খুন হয়েছে। এঘটনায় ৩জনকে আটক করা হয়েছে। নিহত ইজিবাইক চালক বেলাল মিয়া (৩০) ফতুল্লার মুসলিমনগর শাহী মসজিদ এলাকার হালিমের বাড়ীর ভাড়াটিয়া।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে বক্তাবলী গুদারঘাট এলাকায় ইজিবাইক রিজার্ভ নেয় তিন যুবক । পরে গুদারা ঘাট এলাকায় চালককে ছুরিকাঘাত করে হত্যার পর লাশ নদীর পাশে^ ফেলে চলে যাওয়ার সময় এলাকার লোকজন রবিউল (২৫) জাহিদ হাসান (২৭) বোরহান (২২) নামের ৩ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে। অপর দিকে হাসপাতালে নেয়ার পথে মারা যায় ইজিবাইক চালক । এ ঘটনায় নিহতের স্ত্রী আছিয়া খাতুন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সরকার জানান, রাত প্রায় সাড়ে ১২ টার দিকে একদল ছিনতাইকারী চালক বেলালকে ছুরিকাঘাত করে হত্যা শেষে বুড়িগঙ্গা নদীর তীরে ফেলে দেয়। এরপর ইজিবাইক নিয়ে পালানোর সময় বেলালের এক বন্ধু দেখে তিনজনকে আটক করে। তখন বেলালের বিষয় জানতে চাইলে আটক তিনজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় এলাকাবাসী ডাক চিৎকারে এগিয়ে এসে ছিনতাইকারীদের আটক করে চাপ সৃস্টি করলে তারা নদীর তীরে নিয়ে বেলালের মৃতদেহ পড়ে থাকতে দেখিয়ে দেয়। এরপর থানায় সংবাদ দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ৩ জনকে গ্রেফতার করেছে।