উদ্দেশ্য প্রনোদিত হয়ে ভারত পেয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে : ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী)

636

প্রেস বিজ্ঞপ্তি : ভারত কর্তৃক আন্তর্জাতিক রীতি-নীতির উপেক্ষা করে, উদ্দেশ্য প্রনোদিত হয়ে এক তরফা ভাবে বাংলাদেশে পিয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। আমাদের দেশের বাজারে অস্থিরতা তৈরী ও গনদূর্ভোগ সৃষ্টি করায় ভারত সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) কেন্দ্রীয় সম্পাদক মন্ডলী। বিবৃতিতে সম্পাদক মন্ডলী বলে মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সরকার ও জনগণের ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলতে চাই, পারস্পারিক সমমর্যাদা ছাড়া বন্ধুত্ব টেকসই হয় না।
ভারত কর্তৃক ফারাক্কা, তিস্তাসহ বিভিন্ন নদীর পানি প্রত্যাহার, সিমান্তে হত্যাকান্ড,অসম বাণিজ্য চুক্তি, অর্থনীতি, রাজনীতিতেও জাতীয় স্বার্থ পরিপন্থী কার্যকলাপ আমাদের জনগণকে বিক্ষুব্ধ করে তুলেছে । ভারতের আচরন আমাদের দেশের অর্থনৈতিক ভারসাম্য বিরোধী। সরকারের নতজানু মনোভাব ভারতকেই সুবিধা করে দিচ্ছে। নেতৃবৃন্দ বলেন, ভারত যদি তার জাতিয় স্বার্থে চীনা পন্য বর্জন করতে পারে তাহলে আমরা কেন পারবো না?
সম্পাদক মন্ডলী অবিলম্বে বাংলাদেশে পিয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত বাতিল ও বৈসম্যমূলক আচরন বন্ধের আহবান জানায়। দেশের অর্থনীতিতে ভারস্যাম প্রতিষ্ঠা ও স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরন এবং জাতিয় স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিলের জন্য সরকরের প্রতি আহবান জনায়।একই সাথে ভারতের সকল বৈসম্য মূলক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হবার জন্য সর্বোস্তরের জনগনের প্রতি আহবান জানায়।