উৎসাহ উদ্দীপনায় ঝালকাঠীর রাজাপুরে পালিত হলো বিশ্বকর্মা পূজা

569

মিঠুন চক্রবর্তী, বরিশাল ব্যুরো:

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীরা সন্তুস্টি লাভের আশায় উৎযাপন করলেন সন্তুষ্টি দেবতা বিশ্বকর্মার পূজা।

১৭ ই (সেপ্টেম্বর) বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার জেলখাণা রোডস্থ নারায়ন চন্দ্র দে (কবিরাজ বাড়ীর) শ্রী শ্রী দূর্গা মন্দিরের আঙ্গিনায় এ পূজার আয়োজন করা হয়।
এসময় মন্দির প্রাঙ্গনে শতাধিক ভক্তবৃন্দের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে মন্দিরের আঙ্গিনা।
এদিকে রাজাপুর উপজেলার পুরোহিত কমিটির সভাপতি শ্রী শৈলেন্দ্র নারায়ন চক্রবর্তী জানান, দীর্ঘদিন বেহাত হওয়া জমিতে পুনরায় পূজা অর্চনা করতে পেরে আমরা সবাই আনন্দিত।


উল্লেখ্য, নারায়ন চন্দ্র দে ও শরৎ চন্দ্র দে’র ১৮৪৬, ১৭৫৮ নং খতিয়ানের এস, এ, ৪৯৬৮ দাগের ৭ শতাংশ বেহাত হওয়া জমি উদ্ধার হওয়ার পর পূজা অর্চনা মধ্য দিয়ে পুনরায় সন্তুস্টি দেবতা বিশ্বকর্মার পূজা শুরু হলো।